মধ্য কলকাতার অভিজাত এলাকা বলে পরিচিত মার্কুইজ স্ট্রিটের একটি হোটেল থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল পার্ক স্ট্রিট থানার পুলিশ। ধৃতের নাম সেলিম মহম্মদ। বাংলাদেশের মাদারিপুরের বাসিন্দা। ধৃতের কাছ থেকে একাধিক জাল নথি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।
পার্ক স্ট্রিট থানা সূত্রে জানা গিয়েছে, মার্কুইজ স্ট্রিটের একটি হোটেলে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী কর্মরত রয়েছেন বলে খবর আসে। এরপর ওই হোটেলে অভিযান চালানো হয় কলকাতা পুলিশের তরফ থেকে। এরপরই সেলিম মহম্মদকে আটক করে পুলিশ। থানায় নিয়ে এসে যাবতীয় নথি যাচাই করে তদন্তকারীরা বুঝতে পারেন তার সবগুলিই ভুয়ো। এরপর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে রবি শর্মা নামে ভারতীয় পাসপোর্ট উদ্ধার করেছেন তদন্তকারীরা। উদ্ধার হয়েছে আধার কার্ডও।
পার্ক স্ট্রিট থানা সূত্রে জানা গিয়েছে, মার্কুইজ স্ট্রিটের একটি হোটেলে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী কর্মরত রয়েছেন বলে খবর আসে। এর পর সেই হোটেলে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। থানায় নিয়ে এসে যাবতীয় নথি যাচাই করে তদন্তকারীরা বুঝতে পারেন তার সবগুলিই ভুয়ো। এর পর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে রবি শর্মা নামে ভারতীয় পাসপোর্ট উদ্ধার করেন তদন্তকারীরা। উদ্ধার হয় ভুয়ো আধার কার্ডও।