৭২ ঘণ্টা অভিযান শেষে স্বরূপের বাড়ি ছাড়লেন আয়কর দফতরের আধিকারিকেরা

টানা ৭২ ঘণ্টার তল্লাশি অভিযান শেষ করে শেষমেশ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়ি থেকে শনিবার ভোরে বেরিয়ে যেতে দেখা গেল আয়কর দফতরের আধিকারিকদের। তল্লাশি শেষে এবার নোটিস পাঠানো হল তাঁকে। নোটিসে জানানো হয়েছে আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে হাজিরা দিতে হবে। নোটিস পাওয়ার কথা জানিয়েছেন মন্ত্রীর ভাই স্বরূপবাবু স্বয়ং।

এই তিন দিন আয়কর দফতরের আধিকারিকরা ঠিক কী খোঁজ করলেন তার উত্তরে স্বরূপ বিশ্বাস জানান, ‘কী কারণে তল্লাশি, সে বিষয়ে কোনও কিছু জানানো হয়নি।’ তবে তিনি এই প্রসঙ্গে তিনি জানান, ‘যা যা দেখতে চেয়েছেন, জানতে চেয়েছেন সবকিছুতে সহযোগিতা করেছি। আমার বাড়ি থেকে কোনও টাকা, কোনও গয়না বা কোনও কাগজ বাজেয়াপ্ত হয়নি।’

এর পাশাপাশি স্বরূপ যা জানিয়েছেন তাতে আয়কর দফতরের তল্লাশির পিছনে রাজনৈতিক অভিসন্ধিই দেখেছেন তিনি। এই প্রসঙ্গে স্বরূপ জানান, ‘রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই তল্লাশি। সারা দেশ জুড়ে তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে বিরোধীদেরকে ভয় দেখানোর চেষ্টা চলছে।’

প্রসঙ্গত, গত ২০ মার্চ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে হানা দেন আয়কর আধিকারিকরা। নিউ আলিপুরের বাড়িতে চলতে থাকে টানা তল্লাশি। সূত্রের খবর, স্বরূপ বিশ্বাস ও তাঁর স্ত্রী জুঁই বিশ্বাসের বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। সে বিষয়ে খতিয়ে দেখতেই এই হানা। গত দুদিন ধরে স্বরূপ বিশ্বাসের বাড়ির বাইরে ও গোটা চত্বর ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। উল্লেখ্য, যেদিন স্বরূপ বিশ্বাসের বাড়িতে আইটি তল্লাশি চলে, সেদিনই কলকাতার আরও দুই সংস্থা ‘ইডেন রিয়্যাল এস্টেট’ এবং ‘মাল্টিকন রিয়্যাল এস্টেটে’র মালিক ও আধিকারিকদের বাড়িতেও তল্লাশি চালান আয়কর দফতরের আধিকারিকরা। তবে মন্ত্রীর ভাই ও  সংস্থার আধিকারিকদের বাড়িতে একযোগে তল্লাশির পিছনে কী কারণ থাকতে পারে তা এখনও স্পষ্ট নয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =