News 365×24- নামে এই পোর্টালের যাত্রা হল শুরু। বহুদিনের ইচ্ছা আজ অবশেষ বাস্তবে রূপায়িত। এখন সংবাদপত্র চালানো আমার কাছে বা বলা ভাল আমাদের কাছে দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। ফলে দুধের স্বাদ ঘোলে মেটাতে খোলা হল এক নতুন নিউজ পোর্টাল। যেখানে তুলে ধরার চেষ্টা করা হবে নানা ধরনের সংবাদ থেকে শুরু করে বিনোদন, খেলা আরও অনেক কিছু। সংবাদ জগতে পোর্টাল এখন অনেক। কারও সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা তো দূর-অস্ত, বরং বলা ভাল তাদের মধ্যে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখাটাই এখন বড় চ্যালেঞ্জ আমাদের সামনে। সেই কারণে সামান্য এই প্রচেষ্টাকে কিছুটা এগিয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল সবার কাছেই, সে বন্ধু বা শত্রু যেই হোন না কেন। সবার কাছ থেকে সাড়া মিললে তবেই আমাদের এই ক্ষুদ্র লড়াই সার্থক হবে, এটাই আমার বিশ্বাস।