সন্দেশখালির মহিলাদের উপর অত্যাচার হয়নি, দাবি সৌগতর

দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ের দাবি, সন্দেশখালিতে মহিলাদের ওপর কোনও অত্যাচার হয়নি, অত্যাচারের কোনও প্রমাণ নেই! এমনটাই শোনা যাচ্ছে এক ভিডিওতে। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ ৩৬৫x২৪।
ভাইরাল হওয়া ভিডিওয় দমদমের সাংসদ সৌগত রায়কে বলতে শোনা যাচ্ছে, “সন্দেশখালিতে মহিলাদের ওপর অত্যাচারের কোনও ঘটনা ঘটেনি। ঘটলে প্রমাণ থাকত।”
তাঁর আরও দাবি, “যদি কিছু ঘটেও থাকে, সেক্ষেত্রে মমতার পুলিশ গ্রেফতার করেছে। শাহজাহান, শিবু, উত্তমদের রাজ্য পুলিশই গ্রেফতার করেছে। সিবিআই বা ইডি নয়।”
তাঁর আরও দাবি,”যদি কিছু ঘটেও থাকে, সেক্ষেত্রে মমতার পুলিশ গ্রেফতার করেছে। শাহজাহান, শিবু, উত্তমদের রাজ্য পুলিশই গ্রেফতার করেছে। সিবিআই বা ইডি নয়।”
তৃণমূলের বর্ষীয়ান সাংসদের এমন মন্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। সিপিএমনেতা সুজন চক্রবর্তী এই প্রসঙ্গে নারদা কাণ্ডের প্রসঙ্গ টেনে কটাক্ষের সুরে বলেন, “অধ্যাপক সৌগত রায় নারদ কাণ্ডে হাতে টাকা নিয়ে থ্যাঙ্ক ইউ বলেছিলেন। দুষ্কৃতিরা তৃণমূলের, কিছু বললে ওরা ওকে বিপদে ফেলবে, তাই উনি দুষ্কৃতিদের হয়ে কথা বলছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =