আরও দুই সপ্তাহের বেশি স্বস্তি বাড়ল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারীর কোলাঘাটের অফিস তথা বাড়িতে পুলিশি তল্লাশি এখনও করা যাবে না। কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়ালো।
লোকসভা নির্বাচনের আগে পুলিশ শুভেন্দু অধিকারীর কোলাঘাটের অফিসে তল্লাশি চালিয়েছিল।
সেই ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই সময় পুলিশি অভিযানের উপর স্থগিতাদেশ জারি করা হয়।
আজ হাইকোর্টে সেই মামলার শুনানি হয়েছিল। ২৮ জুন পর্যন্ত কোনও পদক্ষেপ করা যাবে না। এই নির্দেশ জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। মামলার পরবর্তী শুনানি আগামী ১৯ জুন। বিচারপতি এও জানিয়েছে, এই সময়ের মধ্যে জরুরি কোনও নির্দেশের প্রয়োজন হলে আদালতের দ্বারস্থ হতে পারবে পুলিশ।