১ বৈশাখই ‘বাংলা দিবস’, প্রস্তাব পাশ বিধানসভায়

১ বৈশাখই ‘বাংলা দিবস’। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় এই প্রস্তাব পাশ হয় বৃহস্পতিবার। যদিও এর তীব্র বিরোধিতা করেন শুভেন্দু অধিকারীরা। রীতিমতো উত্তপ্ত বাক্য বিনিময় হয় এই অধিবেশন চলাকালীন। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৬৭ টি। বিপক্ষে ৬২টি। ‘বাংলার মাটি বাংলার জল’ এবার থেকে বাংলার সঙ্গীত। এই প্রস্তাব পাশ হওয়ার পরই প্ল্যাকার্ড হাতে মিছিল করে রাজভবনের পথে এগোতে দেখা যায় বিজেপির পরিষদীয় দলকে। যার নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বিজেপি পরিষদীয় দলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ২০ জুনকে তারা ‘পশ্চিমবঙ্গ দিবস’-এর মর্যাদা দেবে। ১ বৈশাখকে কোনওভাবেই মেনে নেওয়া হবে না। এদিন বিধানসভায় শুভেন্দু বলেন, ‘ইতিহাসকে কোনওভাবে বদলে ফেলা যায় না। রাকেশ রোশন যেমন চাঁদে যাননি, ইন্দিরা গান্ধিও চাঁদে যাননি। কাজি নজরুল ইসলামও মহাভারত লেখেননি। রবি ঠাকুর ৪১ সালে মারা গিয়েছেন। ৪৭-এ মারা যাননি। তাই এই ইতিহাসগুলি যেমন বদলানো যায় না। এটাও বদলাতে পারবেন না। ২০ জুন সব রাজভবনে, সব রাজ্যে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ দিবস পালন হয়েছে। আমরা প্রধানমন্ত্রীকে লিখব যাতে জাতীয় স্তরে বাঙালি হিন্দুদের রক্ষা করার জন্য এই ২০ জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে ভারত সরকার পালন করে।’

যদিও এদিনও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় ২০ জুনকে ‘বিধ্বংসী দিন’ বলে উল্লেখ করতে। তিনি বলেন, ‘বিরোধী দলনেতা বলেছেন, ১ বৈশাখ রাজ্যপালকে সই করতে দেবেন না। তবে রাজ্যপাল সই না করলেও তাতে আমাদের যায় আসে না। আমরা এটাকে পালন করব। দেখব কার শক্তি বেশি। জনগণের নাকি রাজ্যপালের শক্তি বেশি?’

এদিন শুভেন্দু বলেন, বঙ্গ নামের স্বীকৃতি ভারত সরকার দেয়নি। এই প্রস্তাবের পরিণতিও তেমনই হবে। বিএসএফের বিরুদ্ধে নেওয়া বা ইডি সিবিআইয়ের রেজোলিউশনের মতো একই পরিণাম হবে এই প্রস্তাবের।

এরপরই নিজের বক্তব্য রাখতে উঠে মমতা বন্দ্য়োপাধ্যায় এদিন শুভেন্দুর বঙ্গ-প্রসঙ্গে বলেন, ‘আমরা বাংলার কথা বলেছিলাম। তার পিছনে অনেক কারণ আছে। বাংলার নামটা একেবারে শেষে বলা হয় যেহেতু ইংরেজিতে নামটা ওয়েস্ট বেঙ্গল। শুরু ডব্লিউ দিয়ে হওয়ায় এই বিপত্তি।’ এরই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী এ প্রশ্নও তোলেন, ‘তাহলে আমরা বাংলা শুধু বলতে পারি না কেন? বাংলাদেশ আলাদা, আর বাংলা রাজ্য আলাদা, সেটা করা যেতে পারে। আজ আপনারা ক্ষমতায় আছেন তাই করলেন না। কাল যখন ক্ষমতা থেকে উল্টোবেন তখন আমরা এটাকে করে দেবো।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =