বচসার জেরে দুর্ঘটনা সল্টলেকে, মৃত ১

সল্টলেকে প্রাইভেট গাড়ির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু। মৃত যুবকের নাম আইয়াজ হোসেন। আইয়াজ কাশীপুরের বাসিন্দা বলে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই গাড়ির চালককে গ্রেফতার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ঘটনার সূত্রপাত সল্টলেকের জিডি আইল্যান্ড থেকে এফই ব্লকে। প্রথমে ওই প্রাইভেট চার চাকা গাড়ির সঙ্গে ধাক্কা লাগে বাইকের,তারপরই কথা কাটাকাটি শুরু হয়। ওই বাইক আরোহী ক্ষমা চায় বলেও জানা গেছে। এরপর বাইক নিয়ে খাল ধার ধরে ১২ নম্বর ট্যাঙ্কের দিকে যাচ্ছিলেন তিনি। ঠিক সেই সময় ওই চারচাকাটি বাইকটিকে অনুসরণ করে। বাইক চালক দেখতে পেয়ে বাইকটিকে দ্রুত গতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তারপর রাস্তা খারাপ হওয়ার জন্য বাইক থেকে পড়ে যান। অভিযোগ, পিছনে বাইকটিকে ধাওয়া করা চার চাকার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দেয় তাঁকে। এরপরই ঘটনাস্থলে পৌঁছে যান এলাকাবাসী। তাঁরা এসে চার চাকার গাড়ির চালক এফই ব্লকের বাসিন্দা পীযূষ আগরওয়ালকে ঘিরে ধরে মারধর করেন। অন্যদিকে বাইক আরোহী আইআজ হোসেনকে নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নীলরতন সরকার মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানেই মৃত্যু হয় বাইক চালক আইয়াজের।

এরপরেই বিধান নগর দক্ষিণ থানার পুলিশ অভিযুক্ত গাড়ির চালককে গ্রেফতার করে।  তাঁর বিরুদ্ধে ১০৬(১) অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে।  গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়। অভিযুক্ত গাড়ির চালককে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =