রেশন দুর্নীতিতে বাকিবুরের পকেটেই গেছে ১ হাজর কোটি, রিপোর্টে দাবি ইডির

পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার বাড়ি থেকে ৫০ কোটি উদ্ধার হওয়া টাকার অঙ্ককে অনায়াসে টেক্কা দেব রেশন দুর্নীতি, এমনটাই ধরা পড়ছে ইডির রিপোর্টে। টাকার অঙ্কে ‘শূন্য’ বাড়ছে ক্রমশ। এই দুর্নীতির পুরো হিসেব এখনও কষে উঠেত পারেনি ইডি। ফলে এই দুর্নীতির বহর যে কোথায় গিয়ে থামবে, সেটা বুঝে উঠতে পারছেন না গোয়েন্দারা। তবে এই দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত বাকিবুর রহমানের পকেটে কত টাকা ঢুকেছে তার রিপোর্ট ইডির তরফ থেকে পাঠানো হয়েছে দিল্লিতে।

ইডি সূত্রে খবর, সম্প্রতি কেন্দ্রীয় সংস্থা বাকিবুরকে নিয়ে দিল্লিতে যে রিপোর্ট পাঠিয়েছে, তাতে উল্লেখ করা হয়েছে, রেশন দুর্নীতিতে গত ১০ বছরে বাকিবুর একাই কামিয়েছেন ১০০০ কোটি টাকা। গত ১০ বছরে এই টাকা কামিয়েছেন বলে অভিযোগ। দিল্লিতে যে রিপোর্ট পাঠিয়েছে, তাতে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। এদিকে রেশন দুর্নীতি যে চার্জশিট পেশ করা হয়েছে, সেখানে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। চার্জশিটে বলা হয়েছে ধান কেনার ক্ষেত্রে শুধুমাত্র ৪৫০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বাকিবুরের সংস্থার মাধ্যমে। এছাড়া রেশন বন্টনের ক্ষেত্রে যেভাবে ২৫ শতাংশ করে বরাদ্দ কম দেওয়া হত ও নিম্নমানের খাদ্যশস্য দেওয়া হত, তাতেও বাকিবুর লাভ করেছে বড়সড়। ইডি হিসেব করে দেখেছে সব মিলিয়ে ১০০০ কোটি টাকা বাকিবুরের সংস্থাই আত্মসাৎ করেছে। আগামীদিনে এই টাকার অঙ্ক আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। শুধু বাকিবুরের সংস্থাই তো নয়, আরও একাধিক সংস্থার মাধ্যমে এমন দুর্নীতি হয়েছে বলে অনুমান গোয়েন্দাদের। সে ক্ষেত্রে বালু একাই কি দুর্নীতির লভ্যাংশ পেয়েছেন, নাকি আরও কোনও প্রভাবশালী পকেটে পুরেছেন, সেটাই খতিয়ে দেখছে ইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =