অবৈধ কল সেন্টার চালানোর অভিযোগে ধৃত ১০ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। লালবাজার সূত্রে খবর, সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে কড়েয়া থানার ৩বি, চামরু খানসামা লেনের একটি আবাসনের চার তলার একটি ফ্ল্যাটে স্থানীয় পুলিশের সহায়তায় গোয়েন্দা বিভাগের অফিসারেরা অভিযান চালান। সেখান থেকেই গ্রেফতার করা হয় এই দশ জনকে। ধৃতদের নাম, আরবাজ আলী খান (২৭)। তার বাড়ি কড়েয়া থানার অন্তর্গত ৩বি, চামরু খানসামা লেনে। মহম্মদ আয়ান (২৫) ও মহম্মদ জাফর খান (৩২)। তাদের বাড়ি কড়েয়া থানার অন্তগর্ত ব্রাইট স্ট্রিটে। রহমত হোসেনের (২৪) বাড়ি তপসিয়া থানার তিলজলা মসজিদ বাড়ি লেনে। মহম্মদ সরফরাজ (৩০)। তার বাড়ি এন্টালি থানার অন্তর্গত কনভেন্ট লেনে। মহম্মদ শাহনওয়াজ (২৮)-এর বাড়ি কড়েয়া থানার অন্তর্গত ২০ চামরু খানসামা লেনে। এ ছাড়াও ধৃতদের মধ্যে রয়েছে আসিফ আলি (২৯) ও মহম্মদ জুবায়ের (২৯)। তাদের বাড়ি কড়েয়া থানার ব্রাইট স্ট্রিটে। আরশাদ আলি (২৮)-এর বাড়ি বেনিয়াপুকুর থানার অন্তর্গত ঘোড়া চাঁদ লেনে। শেখ শামীরের (২৫) বাড়ি কড়েয়া থানার অন্তর্গত সামসুল হুদা রোডে।
পুলিশ সূত্রের খবর, এই ১০ জনকে গ্রেফতারের পাশাপাশি তল্লাশিতে ৬টি ল্যাপটপ, ১৮টি মোবাইল ফোন, ২টি রাউটার এবং একাধিক নথি বাজেয়াপ্ত করা হয়। তদন্তের জন্য ওই আবাসনের ওই ফ্ল্যাট সিল করে দেওয়া হয়েছে।