আবারও শহরে অগ্নিকাণ্ড। মঙ্গলবার সকাল আটটা দশ নাগাদ কাদাপাড়ার ক্যালকাটা জুট মিলে গুদাম ঘরে আগুন লাগে। আগুনের খবর পেয়েই ৯৩ নারকেলডাঙা মেন রোডের এই জুটমিলে একে একে পৌঁছায় দমকলের ১০ টি ইঞ্জিন। এদিকে গুদাম ঘরে প্রচুর পরিমাণে পাট মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাট যেহেতু দাহ্য পদার্থ এর জেরে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের অত্যন্ত বেগ পেতে হয়।
এতদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে জুটমিলের কর্মরত কর্মীরা হঠাৎ গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখেন। গোটা এলাকা ঢেকে যায় সাদা ধোঁয়ায়। কর্মীদের চিৎকারেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। নিজেদের বাড়ি থেকে বালতি, গামলা করে জল এনে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত জুটমিলের কর্মীদের উদ্ধার করা হয়। কিন্তু দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। এদিকে খবর দেওয়া হয় দমকলে। ঘিঞ্জি এলাকা হওয়ায় ঘটনাস্থলে দমকলের গাড়ি ঢুকতেও দেরি হয়। প্রথমে দমকলের ২ টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। কিন্তু আগুনের ভয়াবহতা দেখে পরে আরও ৮টি ইঞ্জিন যায়। তবে পাশে ঘনবসতি অঞ্চল হওয়ার দমকলের প্রাথমিক লক্ষ্যই ছিল আগুন অ্যারেস্ট করা। আগুন নিয়ন্ত্রণে আসার পরও আগুন লাগার কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। এদিকে এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশের কর্তারাও। এদিকে এদিনের এই আগুনে ঠিক কতটা ক্ষতি হয়েছে সে ব্যাপারে ক্যালকাটা জুট মিলের তরফ থেকে কিছু জানানো হয়নি।