বালিগঞ্জ স্টেশনে ইন্টারলকিং ব্যবস্থার আধুনিকরণের জন্য শুক্রবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল ১০৮টি ট্রেন। এতে চূড়ান্ত দুর্ভোগে যাত্রীরা। শনিবার সকাল থেকেই একাধিক স্টেশনে উপচে পড়ে ভিড়। বাতিলের খাতায় সবথেকে বেশি রয়েছে বারইপুর লোকাল। মোট ৩৩টি ট্রেন বাতিল থাকায় ব্যাপক যাত্রী চাপ নজরে আসে এই শাখায়।
যদিও ডায়মন্ড হারবার, নামখানা, লক্ষীকান্তপুর লাইনে খুব বেশি লোকাল ট্রেন বাতিল হয়নি। তবে বারুইপুর লোকালে কোপ পড়ায় ডায়মন্ড হারবার, নামখানা ও লক্ষীকান্তপুর লোকালের মতো শিয়ালদহগামী ট্রেনগুলিতে কার্যত বাদুড় ঝোলা অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের। শনিবার সকালে বারুইপুর স্টেশনে ডায়মন্ড হারবার লোকাল ঢুকতেই আছড়ে পড়ল ভিড়ের ঢেউ। ভিড় ঠেলে অনেকে উঠতে পারলেও অনেকেই ঠিক সুবিধা করতে পারলেন না। ট্রেন মিস হতেই ক্ষোভ উগরে দিলেন অনেক নিত্যযাত্রীই। কেউ যাচ্ছিলেন ব্যক্তিগত কাজে, কেউ আবার অফিস। কিন্তু, ট্রেনই না থাকায় শেষ পর্যন্ত অন্য পথ ধরতে হচ্ছে সিংহভাগ মানুষকে।
প্রসঙ্গত, কখনও ইন্টারলকিংয়ের কাজ, কখনও ওভারহেড, আবার কখনও ওভারব্রিজ থেকে রেল ট্র্যাকের কাজের জন্য বিগত কয়েক মাসে হাওড়া, শিয়ালদহ শাখায় গুচ্ছ গুচ্ছ ট্রেন বাতিল থেকে। সম্প্রতি বালি ব্রিজে কাজের জন্য ডানকুনি শাখায় ১০০ ঘণ্টার জন্য প্রচুর ট্রেন বাতিল ছিল। সেই দুর্ভোগের ছবি ম্লান হওয়ার আগেই এবার বারুইপুরে ফিরল ভোগান্তির চেনা ছবিটা।