নীল বাতিওয়ালা গাড়ি নিয়ে সল্টলেকে চুরি ঘটনায় ধৃত ২

গাড়ির মাথায় নীল বাতি। সঙ্গে সামনে পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার লাগানো গাড়ি নিয়ে সল্টলেকে হচ্ছে চুরি, এমনটাই অভিযোগ গত ১৮ ফেব্রুয়ারি করেছিলেন সল্টলেকের ইই-ব্লকের বাসিন্দা মহেন্দ্রনাথ সরকার। এই অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে বিধাননগর কমিশনারেটের পুলিশ। এরপরই সিসিটিভি ক্যামেরার সাহায্যে চিহ্নিত হয় গাড়ি। ঘটনায় গ্রেফতার দুজন। ধৃতদের নাম তপন রায় ও বিমল ব্যাপারী। বিধাননগর কমিশনারেট সূত্রে খবর, মহেন্দ্রনাথ সরকার অভিযোগ জানিয়েছিলেন তাঁর বাড়ি থেকে তিনটি জেনারেটর চুরি গিয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে বিধাননগর পুলিশ। অভিযোগকারীর বাড়ি ও বিধান নগরের বিভিন্ন জায়গার মোট ৩৭টি জায়গার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। এরপরই নীল আলো লাগানো গাড়িটিকে চিহ্নিত করে পুলিশ। এরপরই উল্টোডাঙার বাসন্তী দেবী কলোনি থেকে ওই গাড়ির চালক তপন রায়কে গ্রেফতারও করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে ওপর এক অভিযুক্ত বিমল ব্যাপারীর নাম জানতে পারে পুলিশ। এরপর দত্তপুকুর থেকে বিমল ব্যাপারীকেও গ্রেফতার করে পুলিশ। আটক করা হয় নীল আলো ও পশ্চিমবঙ্গ সরকারের স্টিকার লাগানো গাড়িটিকে। সূত্রের খবর এই গাড়িটি নবান্নে ভাড়ায় দেওয়া রয়েছে। ফলে এখন গাড়িটির মালিকের সম্পর্কেও খোঁজ নিচ্ছে বিধান নগর পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + seven =