কলকাতার এন্টালিতে ট্যাক্সি থেকে ২ কোটি টাকা লুট। সূত্রে খবর, দুই সশস্ত্র দুষ্কৃতী ট্যাক্সিতে উঠে বৈদেশিক মুদ্রা বিনিয়োগকারী সংস্থার টাকা নিয়ে চম্পট দেয়। সঙ্গে এও জানা যাচ্ছে, অস্ত্র দেখিয়ে ট্যাক্সিটিকে অজ্ঞাত জায়গায় নিয়ে যায় দুষ্কৃতীরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।
যে দু’জন টাকা নিয়ে যাচ্ছিলেন, তাঁদের ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করছে কলকাতা পুলিশ। তাছাড়া, এলাকার সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। একই সঙ্গে লালবাজারের গোয়েন্দা বিভাগের এক অফিসারও ঘটনার তদন্ত চালাচ্ছেন। তবে যে ট্যাক্সি থেকে লুট হয়েছে, তার হদিস এখনও পাওয়া যায়নি। তদন্তকারী আধিকারিকদের প্রাথমিক ধারনা, যারা এই লুটের ঘটনার সঙ্গে যুক্ত, তারা নিশ্চয়ই পরিচিত কেউ। না হলে ওই দুই কর্মী যে ২ কোটি টাকা নিয়ে যাচ্ছেন তা তাদের জানার কথা নয়। যারা টাকা লুট করেছে তাঁদের চেহারার বর্ণনা শুনে ছবি আঁকাচ্ছে কলকাতা পুলিশ। তবে এমন প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে ডাকাতির ঘটনায় ইতিমধ্যেই শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।