সোমবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল কলকাতা শহর ও শহরতলির আকাশ। দুপুরের দিকে আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টিও নামে শহরতলির বেশ কিছু জায়গায়। সঙ্গে হতে থাকে বজ্রপাতও। বেলা ১২টা নাগাদ এরকমই বজ্রপাতের সময় দমদম বিমানবন্দরের ভিতরে সার্ভিস বে’তে কাজ করছিলেন এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের দুই কর্মী। আচমকা ১৫ নম্বর সার্ভিস বে’র অদূরেই বিকট শব্দে বজ্রপাত হয়। হঠাৎ একেবারে কাছেই এমন বজ্রপাতে আহত হন ওই দুই কর্মী। সঙ্গে সঙ্গে হ্যান্ডিম্যান সঞ্জয় ঠাকুর ও ইউটিলিটি এজেন্ট বিশ্বজিৎ রায়কে উদ্ধার করা হয়। এরপরই দ্রুত বিমানবন্দরে নিযুক্ত চিকিৎসকরা তাঁদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। বিমানবন্দর সূত্রে খবর, ওই দু’জন কর্মীর মধ্যে সঞ্জয় ঠাকুরের মাথায় আঘাত রয়েছে। অপরজন বিশ্বজিৎ রায়ের বার বার বমি হচ্ছিল। এরপর দু’জন কর্মীকেই বিমানবন্দরে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর নিকটবর্তী হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। এরপরই অ্য়াম্বুল্য়ান্সে করে তাঁদের বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের ওই দুই কর্মী।
হাসপাতাল সূত্রে খবর, ওই দুই কর্মীই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। সঞ্জয় ঠাকুরের মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং অপর কর্মী বিশ্বজিৎ রায়ের কানে আঘাত রয়েছে বলে ওই বেসরকারি হাসপাতাল সূত্রে খবর।