প্রতিবাদের নয়া ভাষা ২০২২ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের। বইমেলা শেষ হতে না হতেই সল্টলেকে এবার প্রতিবাদের মেলা। এ মেলা চাকরিপ্রার্থীদের ‘বেকার মেলা’। দিনভর তা নিয়েই সরগরম কলকাতার রাজনৈতিক মহল। পক্ষে বিপক্ষে উঠে আসছে নানা মত। এই মেলাতে মূলত ভিড় জমান ২০২২ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। শূন্যপদে নিয়োগের জন্য ইন্টারভিউয়ের নোটিশের দাবিতে ইতিমধ্যেই সোচ্চার হন তাঁরা। রাস্তায় চলে স্লোগানিং। এবার তাঁরাই আয়োজন করে ফেললেন অভিনব ‘বেকার মেলার’। আর এই মেলাতে কাউকে দেখা গেল চপ ভাজতে তো আবার কেউ বিক্রি করলেন চা, বা বিক্রি করলেন পাঁপড়, কেউ বা ছোলা-মুড়ি।
বিকাশ ভবন সংলগ্ন ইন্দিরা ভবনের সামনে এভাবেই চলে চাকরিপ্রার্থীদের অবস্থান-বিক্ষোভ। যার নাম দেওয়া হয় বাংলার বেকার দের মেলা। চাকরিপ্রার্থীরা জানাচ্ছেন, সাড়ে এগারোটা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে তাঁদের এই কর্মসূচি।
ক্ষোভ উগরে দিয়েই এক চাকরিপ্রার্থী জানান, ‘আমরা ২০২২ সাল থেকে টেট পাশ করে বসে আছি। কিন্তু, চাকরি নেই। মুখ্যমন্ত্রী চপ শিল্পের কথা বলেছিলেন। তাই আমরা আজ চপ ভাজছি।’ একইসুর আরও বিক্ষোভকারীর গলায়। তিনি জানান, ‘আমরা বলিনি আমাদের নিয়োগপত্র দেওয়া হোক। আমরা শুধু একটা সুযোগ চেয়েছি।’ এই একই হতাশার সুর প্রায় সবার গলাতেই। তাঁদের প্রায় প্রত্যেকেরই বক্তব্য, ‘দিদিকে বলছি এভাবে আর সম্ভব নয়। শিক্ষা দফতর খোলা রাখার কী দরকার? বন্ধ করে দেওয়া হোক। শিক্ষা দফতর তো মানুষের জন্য। কিন্তু, মানুষের যদি কল্যাণ না হয় তাহলে বন্ধ করে দেওয়া হোক।’