সপ্তম দফায় সকাল ১১টা পর্যন্ত দেশে ভোট পড়ল ২৬.৩ শতাংশ। সবথেকে বেশি ভোট পড়েছে হিমাচল প্রদেশে, ৩১.৯২ শতাংশ। ঝাড়খণ্ডে ভোট পড়েছে ২৯.৫৫ শতাংশ। পশ্চিমবঙ্গে ২৮.১০ শতাংশ ও উত্তর প্রদেশে ২৮.০২ শতাংশ ভোট পড়েছে।
শেষ দফায় ভোট দিলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। তিনি বলেন, ‘আমি সকলকে অনুরোধ করছি ভোট দেওয়ার জন্য। বিগত ১৪ মাসে আমাদের সরকারকে ভেঙে দেওয়ার একাধিক চেষ্টা করা হয়েছে।’
এদিন ফিরোজপুর কেন্দ্রে ভোট দেন শিরোমণি অকালি দলের প্রেসিডেন্ট সুখবীর সিং বাদল। একইসঙ্গে ভোট দেন পরিবারের অন্যান্য সদস্যরাও।
অন্যদিকে পশ্চিমবঙ্গে ভোট দিতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড হারবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও।
বিহারের পটনায় ভোট দেন বিজেপি সাংসদ তথা প্রার্থী রবি শঙ্কর প্রসাদও। পাশাপাশি ভোট দেনলালু প্রসাদ যাদবের কন্যা তথা আরজেডি প্রার্থী মিসা ভারতীও।