৩৬০ ওয়ান অ্যাসেট বাজারে নিয়েএলো তাদের নতুন ফান্ড – ৩৬০ ওয়ান মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড । এটি একটি ওপেন–এন্ডেড স্কিম। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে এটি ইকুইটি, ডেট, কমোডিটি এবং REITs ও InvITs-এর মতো বিভিন্ন অ্যাসেটে বিনিয়োগ করবে। এর লক্ষ্য হবে একাধিক অ্যাসেট ক্লাসে একসাথে বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদি সম্পদ সৃষ্টি এবং আয়ের সুযোগ করে দেওয়া।
বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে, আর্থিক দিক থেকে এক অস্থির সময়ে, মুদ্রার দামের ওঠানামা ও আন্তর্জাতিক অর্থনীতির টালমাটাল অবস্থায় পোর্টফোলিও ডাইভার্সিফাই করার দরকার বাড়ছে। এই নতুন ফান্ড সেই দায়িত্ব নেবে, যাতে আপনি একসাথে অনেক অ্যাসেটে বিনিয়োগ করে ঝুঁকি কিছুটা কমাতে পারেন আর বাজারে খুব হেরফের হলেও আপনার ইনভেস্টমেন্ট মসৃণভাবে চলতে পারে।
৩৬০ ওয়ান অ্যাসেট–এর সিইও রাঘব আইয়ার এই প্রসঙ্গে জানান, ‘আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম ক্রমাগত পরিবর্তনশীল বৈশ্বিক পরিবেশে বিনিয়োগকারীদের প্রয়োজন অনুযায়ী নতুন সমাধান দেওয়ার। ৩৬০ ওয়ান মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড আমাদের সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন। বিভিন্ন অ্যাসেট ক্লাসে বিনিয়োগের মাধ্যমে আমরা ঝুঁকি কমিয়ে দীর্ঘমেয়াদি টেকসই সম্পদ তৈরি করতে চাই। এই ফান্ডের মাধ্যমে আমরা আমাদের বিনিয়োগ প্রোডাক্ট পোর্টফোলিও আরও মজবুত করছি এবং বিনিয়োগকারীদের আরও আত্মবিশ্বাসের সঙ্গে অনিশ্চিত বাজার পরিস্থিতি মোকাবিলা করার পথ দেখাচ্ছি। এটি ভারতের বিনিয়োগ ক্ষেত্রে একটি নতুন দিশা।’