পটনার  হাসপাতালে শুট আউটের ঘটনায় নিউটাউন থেকে গ্রেফতার ৪

বিহারের পটনার পারস হাসপাতালে শুট আউট ঘটনায় যুক্ত থাকার  ৪ জনকে গ্রেফতার করল বিহারের এসটিএফ। জানা গিয়েছে নিউটাউন এলাকার সুখবৃষ্টি নামক আবাসনের ২টি ফ্ল্যাট থেকে ৪ জন কে আটক করা হয়েছে। একটি এম ৭৩  বিল্ডিংয়ের ৪০৬ নম্বর ফ্ল্যাট থেকে ২ জন এবং এম ৭০ বিল্ডিংয়ের ২০৬ নম্বর ফ্ল্যাট থেকে ২ জনকে গ্রেফতার করা হয়। নিউ টাউন এলাকার সুখবৃষ্টি আবাসনে আজ সকাল ৫টা ৪৮ থেকে ৬টা ৩০ পর্যন্ত ২টি বিল্ডিংয়ের দুই ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৪ জনকে প্রথমে আটক করা হয়। এরপর দীর্ঘক্ষণ চলে  জিজ্ঞাসাবাদ পর্ব। এই জিজ্ঞাসাবাদের পরই করা হয় গ্রেফতার।

প্রসঙ্গত, কয়েক দিন আগেই বিহারের পটনার পারস হাসপাতালে আইসিইউতে ঢুকে গুলি চালায় একদল দুস্কৃতী, এর জেরে এক বিচারাধীন বন্দি চন্দন মিশ্র খুন হয়। সেই দুঃসাহসিক ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। এর পরেই তদন্তে নামে বিহার পুলিশের এসটিএফ। এরপরেই শনিবার অভিযানা চালানো হয় নিউটাউনের আবাসনে, সেখান থেকেই চারজনকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে পুলিশ তাদের সকলকে পাটনায় নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =