মধ্যরাতে হাওড়া স্টেশন থেকে নিখোঁজ ৪ ছাত্র, মামলা দায়ের হাইকোর্টে

মধ্যরাতের পর হাওড়া স্টেশন থেকে ‘নিখোঁজ’ ছাত্র। আদালতের দ্বারস্থ পরিবার।  নিখোঁজ চার ছাত্র হলেন শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত ,গৌতম সেনাপতি এবং প্রীতম সরকার। পুলিশ এই চার ছাত্রকে আটক করেছে বলে আশঙ্কা প্রকাশ করে এক্স স্যান্ডেলে পোস্ট করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি ভরদ্বাজ। বুধবার এই মামলার শুনানি।

এদিকে শুভেন্দু জানিয়েছেন,  হাওড়ায় স্বেচ্ছাসেবকদের ফুড প্যাকেট বিতরণের দায়িত্বে ছিলেন চার জন। হঠাৎ করে তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে খবর। এমনকি ফোনেও তাঁর সঙ্গে কোনওভাবে যোগাযোগ করা যাচ্ছে না। শুভেন্দু অধিকারী আশঙ্কা প্রকাশ করেছেন, ওই চার ছাত্রকে গ্রেফতার কিংবা আটক করেছে পুলিশ।

এদিকে মঙ্গলবার  ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের’ পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে সেই আন্দোলনের সামনের সারিতে দেখা গিয়েছে প্রবীর দাস, শুভঙ্কর হালদার ও সায়ন লাহিড়িকে। কিন্তু শুভেন্দু অধিকারী যে চার জনের কথা উল্লেখ করেছেন, তাঁরাও এই আন্দোলনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − one =