বৈদ্যুতিক যানবাহন নির্মাতা ওয়ার্ডউইজার্ড ইনোভেশনস অ্যান্ড মোবিলিটি লিমিটেড কলকাতা, পুনে ও আমেদাবাদে পথে নামাল ৪০০ বৈদ্যুতিক দুই চাকার গাড়ি। এদের পণ্য পাওয়া যায় ‘জয়-ই-বাইক’ আর ‘জয়-ই-রিক’ ব্র্যান্ডে। আর এই নয়া পদক্ষেপের মাধ্যমে ফ্লিট অপারেশন আর লাস্ট-মাইল ডেলিভারি মোবিলিটিতে নিজের উপস্থিতি আরও বিস্তার লাভ ঘটালো। এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, হায়দরাবাদে সফলভাবে ১০০ বৈদ্যুতিক দুই চাকার গাড়ি পথে নামানোর পর এই কোম্পানি এবার SpeedForcEV-র সঙ্গে জুটি বেঁধে কলকাতা, পুনে আর আমেদাবাদে ৪০০ বৈদ্যুতিক দুই চাকার গাড়ি পথে নামাচ্ছে।
হায়দরাবাদের সাফল্য ভারত জুড়ে বিভিন্ন শিল্পক্ষেত্রের কোম্পানি ও অঞ্চল থেকে এই গাড়ির উল্লেখযোগ্য চাহিদা বৃদ্ধি ঘটিয়েছে। পাশাপাশি ওয়ার্ডউইজার্ডের সার্বিক, শুরু থেকে শেষ পর্যন্ত সমাধান জোগানোর ক্ষমতার সঙ্গে বিস্তৃত পরিষেবা নেটওয়ার্ক যুক্ত হয়ে গাড়িগুলোর রেকর্ড আপটাইম নিশ্চিত করেছে। ফলে কাজকর্মের দক্ষতা বেড়ে গেছে এবং ডেলিভারি পার্টনাররা যতখানি রাজস্ব পাবে বলে আশা করেছিল তাকে অতিক্রম করে গেছে। এই সাম্প্রতিকতম প্রসারণ শিল্পক্ষেত্রের অগ্রগণ্য ব্যবসাগুলোর ডেলিভারির কাজকর্মের সর্বোচ্চ ব্যবহার করে কুইক কমার্স আর ই-কমার্স সেক্টরকে আরও জোরদার করবে।
দুই চাকার গাড়ির ক্ষেত্রের বাইরেও নিজেদের ছড়িয়ে দিয়ে, SpeedForcEV আর Cabeys (রাইড-হেইলিং প্ল্যাটফর্ম)-এর সঙ্গে যৌথ উদ্যোগে ওয়ার্ডউইজার্ড মহারাষ্ট্রে ২০০ L5 প্যাসেঞ্জার বৈদ্যুতিক তিন চাকার গাড়িও পথে নামাবে। এই উদ্যোগের লক্ষ্য অটোচালকদের আরও বেশি আয়ের সুযোগ দেওয়ার পাশাপাশি নিত্যযাত্রীদের দ্রুততর এবং আরও সাশ্রয়কর যাতায়াতের বিকল্প দেওয়া।
এছাড়াও ওয়ার্ডউইজার্ড ইনোভেশনস অ্যান্ড মোবিলিটি সম্প্রতি AmpVolts-এর সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করেছে। তারা এই সম্প্রসারণের অন্যতম প্রধান পার্টনার। AmpVolts-এর বিস্তৃত ইভি চার্জিং নেটওয়ার্ক পথে নামানো গাড়ির বহরের কাজকর্ম মসৃণভাবে চালাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এতে সার্বিক ও সুস্থায়ী ইভি বাস্তুতন্ত্র গড়ে তোলার প্রতি ওয়ার্ডউইজার্ডের দায়বদ্ধতা আরও একবার প্রমাণিত হল।
এই সম্প্রসারণ সম্পর্কে অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, ওয়ার্ডউইজার্ড ইনোভেশনস অ্যান্ড মোবিলিটি লিমিটেড এর চেয়ারম্যান যতীন গুপ্তে বলেন, ‘হায়দরাবাদের পথে গাড়ি নামানোর উল্লেখযোগ্য সাফল্য আমাদের ইন্টিগ্রেটেড ফ্লিট সমাধানের দক্ষতা আর নির্ভরযোগ্যতা প্রমাণ করেছে। ৪০০ ইলেকট্রিক টু হুইলার পথে নামিয়ে এবং রাইড-হেইলিং সেক্টরে ২০০ L5 প্যাসেঞ্জার ইলেকট্রিক থ্রি হুইলার নামানোর পরিকল্পনা সমেত আমরা ডেলিভারি পার্টনার আর নিত্যযাত্রী এই দুই পক্ষের দরকার মেটাতেই দক্ষতা বাড়াচ্ছি। যার সঙ্গে ইভির মাধ্যমে প্রদান করা হচ্ছে নির্ভরযোগ্য, হাই-পারফরম্যান্স। শুধু তাই নয়, এর লম্বা মেয়াদের ব্যাটারি আর মসৃণ চার্জিংয়ের মত ফিচার একে লাস্ট-মাইল মোবিলিটির জন্যে একেবারে আদর্শ করে তুলেছে। সব মিলিয়ে কাজ চালানোর খরচ কমে যাওয়ায় আমাদের ফ্লিট পার্টনাররা আরও পরিবেশবান্ধব ভবিষ্যতে অবদান রাখার পাশাপাশি টাকা বাঁচানো বাড়াতে পারবেন। আমাদের লক্ষ্য ২৫-২৬ আর্থিক বর্ষে ভারতের বিভিন্ন রাজ্যে রাইড-হেইলিং সেক্টরে ৫০০০ L5 প্যাসেঞ্জার ইলেকট্রিক থ্রি হুইলার পথে নামানো। SpeedForcEV, AmpVolts আর Cabeys-এর সঙ্গে আমাদের পার্টনারশিপ ইলেকট্রিক মোবিলিটিকে নাগালের মধ্যে নিয়ে আসা, নির্ভরযোগ্য এবং সমস্ত অংশীদারের জন্যে আর্থিকভাবে লাভজনক করে তোলার প্রতি আমাদের দীর্ঘমেয়াদি লক্ষ্যে পৌঁছনোর সম্ভাবনা আরও জোরদার করবে।’
একইসঙ্গে তিনি এও জানান, ‘এই সাম্প্রতিকতম সম্প্রসারণের মাধ্যমে ওয়ার্ডউইজার্ড ইনোভেশনস অ্যান্ড মোবিলিটি লিমিটেড লাস্ট-মাইল ডেলিভারি মোবিলিটির ভোল বদলে দিতে চলেছে এবং রাইড-হেইলিং সেক্টরে সম্প্রসারিত হওয়ার পাশাপাশি ভারতের বৈদ্যুতিক যানবাহনের মধ্যে বাস্তুতন্ত্রের পথপ্রদর্শক হিসাবে নিজের স্থান আরও শক্তিশালী করেছে। আগামীদিনেও কোম্পানি তার গাড়ি পথে নামানোর কৌশলে আরও গতি আনার পরিকল্পনা করেছে। কোম্পানির লক্ষ্য প্রধান মেট্রোপলিটান শহরগুলো জুড়ে আরও বড় একটা বহর গড়ে তোলা এবং নিজের পার্টনারশিপগুলোর সম্প্রসারণ ঘটিয়ে ভারতের লজিস্টিক্স জগতে স্মার্ট মোবিলিটি সমাধানগুলোকে আরও বেশি করে জুড়ে দেওয়া।