চিনারপার্কে পর এবার একই রকম কাণ্ড ঘটল পোস্তায়। সিবিআইয়ের নামে শহরে ঘটে গেল লুঠপাটের ঘটনা। সূত্রে খবর, সিবিআই অফিসার সেজে তল্লাশির নামে ৪০০ গ্রাম সোনা লুটে নিয়ে চলে গিয়েছে একদল দুষ্কৃতি। যার বাজার মূল্য প্রায় ৩৫ লক্ষ টাকার কাছাকাছি। ইতিমধ্যে এই ঘটনায় পোস্তা থানায় দায়ের করা হয়েছে অভিযোগও। তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কটন স্ট্রিট এলাকায় দাঁড়িয়ে ওই তিন ভুয়ো সিবিআই রাস্তা আটকে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির ব্যাগে তল্লাশি চালায়। তারা ওই ব্যক্তিকে তার কাছে থাকা সোনা নিয়ে একাধিক প্রশ্ন করে। যথাযথ তথ্যও দেখতে চায়। ওই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি নির্দেশ মতোই সোনার গহনাগুলির নথিপত্র তাদের হাতে তুলে দেয়। আর তারপরেই বিপত্তি। তবে ওই ব্যক্তির তথ্য ভুয়ো বলে দাবি করে সব সোনার গহনা বাজেয়াপ্ত করে তারা। এরপরই ঘটনাস্থল ছাড়ে তারা।
ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠতেই ওই ব্যক্তি বুঝতে পারেন প্রতারিত হয়েছেন। এরপরই স্থানীয় পোস্তা থানায় গিয়ে অভিযোগ দায়ের করে সে। তবে এখনও অধরাই রয়েছেন অভিযুক্তরা। তবে এদিনের এই ঘটনায় একটা প্রশ্ন কিন্তু উঠেই আসছে, ওই ব্যক্তিকে আগে থেকেই অভিযুক্তরা টার্গেট করে রেখেছিল কি না তা নিয়ে। সঙ্গে এ প্রশ্নও উঠেছে, প্রতারিতের গতিবিধিতেও দুষ্কৃতিরা নজর রাখছিল কি না তা নিয়েও।