অষ্টাদশ লোকসভার ফল প্রকাশের পর সামনে এসেছে একক সংখ্যাগরিষ্ঠতা পাইনি ভারতীয় জনতা পার্টি । উপরন্তু অভাবনীয় ভাল ফল করেছে ইন্ডিয়া জোট। এক্সিট পোলের হিসেবকে হেলায় হারিয়ে দিয়েছে জনতার রায়। কিন্তু এবার যাঁরা সংসদে গেলেন মানুষের ভোটে নির্বাচিত হয়ে তাঁদের মধ্যে অনেকের নামেই রয়েছে ক্রিমিনাল কেস। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস’ (এডিআর) সূত্রে জানা এ বার ৫৪৩টি আসনে যে সাংসদেরা বসবেন, তাঁদের মধ্যে ৪৬.২ শতাংশ সাংসদ অপরাধমূলক মামলার সঙ্গে জড়িত।লোকসভার নবনির্বাচিত সাংসদদের মধ্যে ২৫১ জনের নাম আগে থেকেই নানা অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে। তাঁদের মধ্যে কারও বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে, আবার কারও বিরুদ্ধে ঘৃণাভাষণের অভিযোগ। বিজেপির ২৪০ জন নবনির্বাচিত সাংসদদের মধ্যে ৯৪ জন তাঁদের হলফনামায় জানিয়েছেন যে, তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। অন্যদিকে কংগ্রেসের নবনির্বাচিত ৯৯ জন সাংসদদের মধ্যে ৪৯ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।
আবার ঘাসফুলের ২৯ জনের মধ্যে ১৩ জন নবনির্বাচিত সাংসদদের নাম অপরাধমূলক মামলার সঙ্গে যুক্ত রয়েছে বলে এডিআর-এর দাবি। আরও জানা গিয়েছে যে ৩.৪ শতাংশ নবনির্বাচিত সাংসদের নাম খুন সংক্রান্ত মামলায় জড়িয়ে রয়েছে। তা ছাড়া ২৩.৩ শতাংশ সাংসদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রয়েছে বলে জানিয়েছে এডিআর।