২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিকে যোগ হচ্ছে নতুন ৫ বিষয়

উচ্চ মাধ্যমিক ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে নতুন পাঁচটি বিষয় যুক্ত করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ। আগামী শিক্ষাবর্ষ থেকেই নতুন এই পাঁচটি বিষয়ে পড়তে পারবেন শিক্ষার্থীরা। ফলে তা আরও বেশি শিক্ষার বিষয়টি উন্মুক্ত করবে বলেই মত শিক্ষাবিদদের। এছাড়াও আগামী শিক্ষাবর্ষ থেকেই উচ্চমাধ্যমিকে শুরু হতে চলেছে সেমেস্টার সিস্টেম। তবে এই বিষয়গুলসো নিয়ে পড়ার ক্ষেত্রে বেশ কিছু শর্তও রাখা হয়েছ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে।

নতুন যোগ হওয়া বিষয়ের তালিকায় রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স (এআইডিএস)। কম্পিউটার সায়েন্স স্কুলে সাবজেক্ট হিসাবে থাকতে হবে। এর জন্য স্কুলে উপরোক্ত বিষয়ে যোগ্য শিক্ষকও থাকতে হবে।

পরিবেশ বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান এবং বায়োলজিক্যাল সায়েন্স কিংবা রসায়ন স্কুলে বিষয় হিসাবে অবশ্যই থাকতে হবে। স্কুলে উপরোক্ত বিষয়ে যোগ্য বিষয়ে যোগ্য শিক্ষক থাকতে হবে।

ফিসারিজ এবং অ্যাকোয়াকালচারস্কুলে বায়োলজিক্যাল সায়েন্স বিষয় হিসাবে থাকতেই হবে। স্কুলে উপরোক্ত বিষয়ে যোগ্য শিক্ষক থাকতে হবে।

বিজনেজ ম্যাথমেটিকস এবং বেসিক স্ট্যাটেটিক্সস্কুলে গণিত হিসাবে বিষয় অবশ্যই থাকতে হবে। স্কুলে উপরোক্ত বিষয়ে যোগ্য শিক্ষক থাকতে হবে।

বেসিক ম্যাথামেটিক্স ফর সোশ্যাল সায়েন্সস্কুলে গণিত হিসাবে বিষয় অবশ্যই থাকতে হবে। স্কুলে উপরোক্ত বিষয়ে যোগ্য শিক্ষক থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =

preload imagepreload image