প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার প্রকল্পে কেন্দ্রের অনুমোদনের পরেও রাজ্যে এখনও তৈরি হয়নি ৫৫ হাজার বাড়ি। সম্প্রতি, রাজ্যের পঞ্চায়েত দফতরের রিপোর্টে সামনে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। আর এই পরিসংখ্যান সামনে আসার পরই ক্ষুব্ধ নবান্ন। বর্তমানে এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ বন্ধ রেখেছে রাজ্যকে। এর আগে এই প্রকল্পে কেন্দ্রের দেওয়া বরাদ্দের মধ্যে এত সংখ্যক বাড়ি তৈরির কাজ কেন শেষ হয়নি তা নিয়ে ক্ষুব্ধ নবান্ন।
সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা,পূর্ব মেদিনীপুর, মুশিদাবাদ সহ একাধিক জেলায় কয়েক হাজার বাড়ি তৈরির কাজ এখনও শেষ হয়নি। বাড়ি না হওয়ার তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা। এই রিপোর্ট সামনে আসার পরই অবিলম্বে জেলাশাসকদের এই বাড়ি তৈরির কাজ শেষ করার নির্দেশও গেছে নবান্নের তরফ থেকে এমনটাই খবর।