দমদম বিমানবন্দরে আটক ৬.৪৫ কোটি টাকার হিরে

হিরে পাচারের চেষ্টা করতে গিয়ে দমদম বিমানবন্দরে শুল্ক দফতরের হাতে হাতেনাতে ধরা হল এক ব্যক্তিকে। শুল্ক দফতর সূত্রে খবর, মুম্বই থেকে কলকাতায় নিয়ে আসা হয়েছিল হিরা। কোনও বৈধ নথি না দেখাতে পারায় তা বাজেয়াপ্ত করা হয় তা। শুল্ক দফতর সূত্রে খবর,  পোশাকের মধ্যে লুকিয়ে হিরা পাচারের চেষ্টা করা হচ্ছিল। আর তা ধরা পড় কলকাতা বিমানবন্দরে। বাজেয়াপ্ত করা হিরের দাম প্রায় ৬.৪৫ কোটি টাকা।

সূত্রের খবর, শুল্ক দফতরের কাছে খবর ছিল মুম্বই থেকে কয়েক কোটি টাকা মূল্যের হিরে নিয়ে এক ব্যক্তি কলকাতায় আসছেন। সেইমতোই প্রস্তুতি নেন শুল্ক দফতরের আধিকারিকেরাও। এরপরই ওই ব্যক্তি বিমানবন্দরে নামতেই তাঁকে আটক করা হয়। নানা প্রশ্নের পাশাপাশি তল্লাশি করা হয়। সেই সময়ই পোশাকের ভিতর হিরে পাওয়া যায়। প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে আয়কর দফতর-সহ বিভিন্ন সংস্থাকে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে বিশেষ নজরদারি চালাতে। নগদ লেনদেনের পাশাপাশি বেআইনিভাবে টাকা এ হাত ও হাত করার দিকে নজরদারি চলছে। এরইমধ্যে এত দামি হিরে নিয়ে মুম্বই থেকে আসার কারণও খতিয়ে দেখা হচ্ছে। মুম্বই থেকে কে এই হিরে পাঠিয়েছে এবং কলকাতাতেই বা কাকে তা পাঠানো হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। যে ব্যক্তিকে ধরা হয়েছে, তাঁকে মিডলম্যান বলেই মনে করা হচ্ছে। এদিকে এই ঘটনায় প্রশ্ন উঠে গেল, নির্বাচনের মুখে নগদ টাকা নিয়ে যাতায়াতে নজরদারি থাকার জন্যই এই হিরের লেনদেন কি না তা নিয়ে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − three =