দুই রাজ্যে ভোটার হওয়ায় বঙ্গের তালিকা থেকে বাদ ৭ হাজার ৮০০ ভোটার

বিহারে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। এই কর্মসূচিতে ভিন রাজ্যে থাকা বিহারের ভোটাররা যাতে অংশগ্রহণ করেন সেজন্য অন্য রাজ্যে প্রচার চালানোর পরামর্শ দিল  নির্বাচন কমিশন। এদিকে বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক বিনোদ সিং গুঞ্জিয়াল পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সহযোগিতা চেয়ে এ ব্যাপারে চিঠিও দেন। শুধু তাই নয়, এ জন্য নির্দিষ্টকিউআরকোড রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পাঠানোও হয়েছে। একইসঙ্গে এও বলা হয়েছে, এই কিউআর কোড বিহারের ভোটারদের কাছে যাতে পৌঁছে দেওয়া যায় তার যথাযথ ব্যবস্থা করা।

এ ব্যাপারে বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক বিনোদ সিং গুঞ্জিয়াল এও জানান, রাজ্যে বসবাসকারী বিহারের ভোটাররা সরাসরি কমিশনের ইসিআইনেট অ্যাপের মাধ্যমে অথবাকিউআরকোড ব্যবহার করে ফর্ম ডাউনলোড করে তা পূরণ করে আবেদন জানাতে পারবেন। এই আবেদন অনলাইনে অথবা পরিবারের সদস্যদের মাধ্যমে বিএলওদের কাছে জমা দেওয়া যাবে। ফর্মের সঙ্গে নির্দিষ্ট ১১টি নথির যে কোনও একটি জমা দিতে বলা হয়েছে। ২৫ জুলাই পর্যন্ত এই আবেদন করা যাবে। এদিকে আগামী ১ অগাস্ট বিহারের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। সেখানে কোনও নাম নিয়ে আপত্তি থাকলে ১ সেপ্টেম্বরের মধ্যে তা জানাতে হবে।

এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, শেষবার রাজ্যে ভোটার তালিকা সংশোধনের সময়ে ৩৫ হাজার ভিন রাজ্যের মানুষের নাম তালিকায় পাওয়া গিয়েছিল।

যাঁদের নাম পশ্চিমবঙ্গের পাশাপাশি তাঁদের নিজের রাজ্যেও রয়েছে। এর মধ্যে ৭ হাজার ৮০০ ভোটার জানিয়ে দিয়েছেন তাঁরা নিজের রাজ্যের ভোটার হিসেবেই থাকতে চান। ফলে পশ্চিমবঙ্গের তালিকা থেকে এদের নাম বাদ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 3 =