কলকাতার দুর্গাপুজো চলাকালীন মণ্ডপে আরজি কর কাণ্ডে প্রতিবাদ করে গ্রেফতার হয়েছিলেন ৯ জন। সেই ৯ জনেরই জামিন বুধবার সুনিশ্চিত করল কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত, আরজি কর ঘটনার প্রতিবাদে কলকাতার ত্রিধারা সম্মিলনীর সামনে ‘উই ওয়ান্ট জাস্টিস’ এই স্লোগান তোলার ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছিল রবীন্দ্র সরোবর থানার পুলিশ।
প্রসঙ্গত, গত ৯ অক্টোবর কলকাতার ত্রিধারা সম্মিলনীতে আরজি কর কাণ্ডের প্রতিবাদে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলার কারণে রবীন্দ্র সরোবর থানা সেখান থেকেই গ্রেফতার করা হয় ৯ জনকে। এরপর অভিযোগ তাদের গ্রেফতারের প্রায় চার থেকে পাঁচ ঘন্টা পরে কেস চালু করে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। পরের দিন তাদের নিম্ন আদালতে তোলা হলে নিম্ন আদালত তাদের জামিনের আবেদন খারিজ করে দেয়। নিম্ন আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের পুজো অবকাশকালীন বিশেষ বেঞ্চে আবেদন করেন আবেদনকারীরা। বিচারপতি শম্পা সরকার তাদের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। এই জামিন বুধবার সুনিশ্চিত করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এর পাশাপাশি ৬ সপ্তাহে মধ্যে রাজ্যের রিপোর্ট তলব করেছেন বিচারপতি। ১০ সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানির দিন।