জাতীয় পুরস্কার থেকে ছাঁটাই প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির নাম

জাতীয় পুরস্কার থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর নাম ছাঁটাইয়ের সিদ্ধান্ত মোদি সরকারের। ‘ইন্দিরা গান্ধি অ্যাওয়ার্ড ফর বেস্ট ডেবিউ ফিল্ম অফ আ ডিরেক্টর’ এবং ‘নার্গিস দত্ত অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিচার ফিল্ম অন ন্যাশনাল ইন্টিগ্রেশন’ এগুলি জাতীয় পুরস্কারের অন্তর্ভূক্ত। চলচ্চিত্র পুরস্কারের যৌক্তিকতা সংক্রান্ত একটি কমিটির প্রস্তাবেই রাতারাতি বদলে দেওয়া হল এই পুরস্কারের নাম।এদিকে আবার বাড়িয়ে দেওয়া হয়েছে এই পুরস্কার ক্যাটাগরির প্রাইজ মূল্যও। দাদাসাহেব ফালকে পুরস্কারের মূল্য ১০ লাখ থেকে বাড়িয়ে ১৫ লাখ টাকা করা হয়েছে। তবে এই সিদ্ধান্তের পিছনে রাজনীতির গন্ধ পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

এদিকে সূত্রে খবর, সংশ্লিষ্ট মন্ত্রকের অতিরিক্ত সচিবের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের একটি কমিটির রিপোর্টের ভিত্তিতে এই ধরনের একাধিক নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। ৭০তম জাতীয় পুরস্কারে এই নতুন পরিবর্তনগুলি লাগু করা হয়েছে বলে খবর। ‘ইন্দিরা গান্ধি অ্যাওয়ার্ড ফর বেস্ট ডেবিউ ফ্লিম অফ আ ডিরেক্টর’ পুরস্কারের নাম বদলে রাখা হয়েছে ‘বেস্ট ডেবিউ ফিল্ম অফ আ ডিরেক্টর’। পুরস্কার মূল্য ধার্য হয়েছে তিন লাখ টাকা। অর্থাৎ জাতীয় পুরস্কার থেকে বাদ পড়ল প্রাক্তন প্রধানমন্ত্রীর নাম।

‘নার্গিস দত্ত বেস্ট ফিচার ফিল্ম অন ন্যাশনাল ইন্টিগ্রেশন’ পুরস্কার জয়ীদের দেওয়া হত রজত কমল এবং প্রযোজককে দেওয়া হত দেড় লাখ টাকা। এবার এই পুরস্কারটিকেই সংযুক্ত করা হচ্ছে ‘বেস্ট ফিল্ম অন সোশ্যাল ইস্যু’ ক্যাটাগরির সঙ্গে। তবে পুরস্কার মূল্য এ ক্ষেত্রে অপরিবর্তিতই থাকছে। ‘বেস্ট ফিল্ম অন এনভাইরনমেন্টাল কনজারভেশন’ পুরস্কারের নাম বদলে রাখা হয়েছে ‘বেস্ট ফিচার ফিল্ম প্রমোটিং ন্যাশনাল, সোশ্যাল অ্যান্ড এনভাইরনমেন্টাল ভ্যালুস’। এর প্রতিটির পুরস্কার মূল্য পরিচালক এবং প্রযোজকের জন্য দু’লাখ টাকা।

বেস্ট অ্যানিমেশন ফিল্ম এবং বেস্ট স্পেশ্যাল এফেক্টস ক্যাটাগরিগুলিকে একসঙ্গে নিয়ে আসা হয়েছে বেস্ট এভিজিসি ফিল্মের আওতায়। এই ক্যাটাগরিতে পরিচালক, প্রযোজন এবং অ্যানিমেটরকে দেওয়া হবে স্বর্ণ কমল পুরস্কার। তাঁরা তিন লাখ টাকা করে পাবেন। বেস্ট ভিজ্যুয়াল এফেক্টসের জন্য দেওয়া হবে দু’লাখ টাকা পুরস্কার। সেরা অভিনেতাকে দেওয়া হবে রজত কমল এবং ৫০ হাজার টাকা। বেস্ট অ্যাক্টর ইন লিডিং রোলের ক্ষেত্রে মিলবে দু’লাখ টাকা এবং রজত কমল। সেরা অভিনেত্রীকে দেওয়া হবে রজত কমল এবং ৫০ হাজার টাকা। একইভাবে বেস্ট অ্যাকট্রেস ইন লিডিং রোল পাবেন রজত কমল এবং দু’লাখ টাকা। সেরা সহ অভিনেত্রী পাবেন রজত কমল এবং দু’লাখ টাকা পুরস্কার।

সেরা সংগীত পরিচলাক পাবেন রজত কমল এবং দু’লাখ টাকা পুরস্কার। সেরা সংগীত পরিচালক এবং সেরা আবহ সংগীত ক্যাটাগরিতে সংযুক্ত করে আনা হয়েছে ‘মিউজিক ডিরেক্টর’ বিভাগে। প্রতিটি ভাষার ক্ষেত্রে সেরা ছবির পুরস্কারের নাম পরিবর্তন করে করা হয়েছে ‘বেস্ট ফিচার ফিল্ম’। এর পুরস্কার মূল্য দ্বিগুণ করে ধার্য হয়েছে দু’লাখ টাকা। এ ছাড়াও তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের নির্দিষ্ট কমিটি জানিয়েছে, প্রতিটি বিভাগে একটি করেই পুরস্কার দিতে হবে। বিরল ক্ষেত্রে তবেই এক ক্যাটাগরিতে যৌথ পুরস্কার ঘোষণা করা হতে পারে, নচেৎ নয়। স্বর্ণ কমল বিজেতা তিন লাখ এবং রজত কমল জয়ী দু’লাখ করে পাবেন প্রতি ক্যাটাগরিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =