সামনের বছর থেকে উত্তরপত্রেও থাকবে সিরিয়াল নম্বর, জানালেন পর্ষদ সভাপতি

উত্তরপত্রে সিরিয়াল নম্বর থাকবে পরের বছর থেকে। ৬২ টা বিষয়ে সিরিয়াল নম্বর থাকবে। শুক্রবার উচ্চমাধ্যমিকের প্রথম দিনের শেষে এমনটাই জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিকে প্রশ্নপত্র সিরিয়াল নম্বর আর বারকোড ছিল এবার। খাতার উপর ডানদিকে প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর লিখতে হয়েছে।

তবে এর পাশাপাশি জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি এও জানান, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্রের নাম লেখা থাকলেও উচ্চমাধ্যমিকের অ্যাডমিট কার্ডে তার উল্লেখ থাকে না। তাতেই সমস্যায় পড়ছেন পরীক্ষার্থীরা। এতে বিড়ম্বনাও পড়ছে সংসদও। এখানে বলে রাখা শ্রেয়, প্রথমদিনই একাধিক জায়গায় পরীক্ষাকেন্দ্র নিয়ে ভোগান্তি পোহাতে হয় পড়ুয়াদের। এক জায়গায় সিট পড়লেও ভুল করে অন্য স্কুলে গিয়ে হাজির হয় পরীক্ষার্থীরা। রীতিমত টেনশনে পড়ে যান অভিভাবকরাও। মালদহের একটি স্কুলে এমনটা ঘটেছে বলে এদিনই সাংবাদিক বৈঠক করে জানান, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

এদিন চিরঞ্জীব ভট্টাচার্য এই প্রসঙ্গে এও জানান, ‘মালদহের একটি স্কুলে ৭-৮ জন ভুল ভেন্যুতে চলে যায়। হেড অব দ্য ইনস্টিটিউশনের কথায় তারা গেলেও সেটা সঠিক ভেন্যু ছিল না। এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্রের নাম লেখা থাকে না। তবে এদিনের এই ঘটনার পর আগামী বছর থেকে অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্রের নাম লেখা থাকবে।’

একইসঙ্গে সংসদ সভাপতি এও জানান, উচ্চমাধ্যমিকের প্রথম পরীক্ষা ভালই হয়েছে। শুক্রবার ছিল প্রথম ভাষার পরীক্ষা। ৭ লক্ষের উপর পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। তবে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে। দক্ষিণ ২৪ পরগনার পশ্চিম গাবেরিয়া হাইস্কুলে বারাসত (দক্ষিণ) এসএ হাইস্কুলের দুই পরীক্ষার্থী স্মার্ট ফোন নিয়ে ঢোকায় তাদের সাসপেন্ড করা হয়। দক্ষিণ ২৪ পরগনায় স্পর্শকাতর ভেন্যু নেই বলে জানান তিনি। এছাড়া আসানসোলে সেন্ট মেরি গোরিটি হাইস্কুলে শান্তিনগর বিদ্যামন্দিরের এক পরীক্ষার্থীকে মোবাইল-সহ ধরা হয়। চিরঞ্জীব ভট্টাচার্য এদিন এও জানান, ‘ সকাল ৯টা ৪৫ এ পরীক্ষা শুরু হয়। ১১.৩০ নাগাদ একটা প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় সার্কুলেট হয়। কিন্তু ওটা আমাদের প্রশ্নপত্র নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 5 =