সন্দেশখালিতে বিশেষ তদন্তকারী দল গঠনের দাবিতে মামলা খারিজ শীর্ষ আদালতে

সন্দেশখালিতে মহিলাদের বিরুদ্ধে যৌন হিংসার অভিযোগের তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠনের দাবিতে করা জনস্বার্থ মামলা গ্রহণ করতে অস্বীকার সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালত সূত্রে খবর, মণিপুরের হিংসার সঙ্গে, সন্দেশখালির ঘটনার তুলনা করে আবেদনকারী বিশেষ তদন্তকারী দল গঠনের আবেদন করেছিলেন অলোক শ্রীবাস্তব নামে এক আইনজীবী। সোমবার শীর্ষ আদালতের বিচারপতি বিভি নাগারত্ন এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসিহের বেঞ্চ জানায়, কলকাতা হাইকোর্ট স্বতপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করেছে। কজেই এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আর হস্তক্ষেপ করার প্রয়োজন নেই। প্রয়োজন মনে করলে কলকাতা হাইকোর্টই বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিতে পারে। এদিকে এদিন আবেদনকারী আইনজীবী বারংবার মণিপুরের ঘটনার সঙ্গে সন্দেশখালির ঘটনার তুলনা করায় চরম বিরক্তি প্রকাশ করতে দেখা যায় বিচারপতি নাগরত্নকে। এরপরই তিনি মামলাকারীর আইনজীবীকে বলেন, ‘বারবার মণিপুরের সঙ্গে সন্দেশখালির তুলনা টানবেন না।’ এরপরই আদালতের মনোভাব বুঝে আবেদনকারী আইনজীবী অলোক শ্রীবাস্তব, জনস্বার্থ মামলার আবেদনটি প্রত্যাহার করে নেন। প্রত্যাহার করা হিসেবে মামলাটি খারিজ করে শীর্ষ আদালত।

প্রসঙ্গত, মণিপুরের ঘটনার বিষয়ে স্বতঃপ্রণোদিতভাবে তিন প্রাক্তন বিচারপতির এক বিশেষ তদন্তকারী দল গঠন করেছিল। এদিন আবেদনকারী যুক্তি দেন, মণিপুরের ঘটনায় আদালত এসআইটি গঠন করেছিল। আদালতের তত্ত্বাবধানে তদন্তের নির্দেশও দেওয়া হয়। এদিকে সন্দেশখালির একাংশের মহিলারা, স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে নিয়মিত যৌন শোষণ এবং জমি দখলের অভিযোগ করেছেন। প্রধান অপরাধী হিসেবে আঙুল উঠেছে স্থানীয় জেলা পরিষদের সদস্য, শেখ শাহজাহানের দিকে। রেশন দুরনীতি নিয়ে ইডির তদন্তের মুখে, বর্তমানে আত্মগোপন করে আছেন তিনি। আর এরপরই, স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগের তাড়া নিয়ে এগিয়ে এসেছেন স্থানীয় মহিলারা। তাঁদের অভিযোগের ভিত্তিতে, স্থানীয় পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং শেখ শাহজাহানের দুই ঘনিষ্ঠ সহযোগী তথা তৃণমূল নেতা, শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারকে গ্রেফতার করা হয়েছে। এদিকে সোমবার জাতীয় মহিলা কমিশনও এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায়। এমনকি রাষ্ট্রপতি শাসন জারির কথাও তোলা হয় কমিশনের তরফ থেকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =