সন্দেশখালির নির্যাতিতার নিরাপত্তায় তার বাড়ির সামনে করা হল পুলিশ মোতায়েন। রবিবার রাত থেকে এই পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে নির্যাতিতার দাবি, পুলিশ মোতায়েন হলেও স্বস্তি পাচ্ছেন না তিনি। তার ও পরিবারের সদস্যদের দাবি, শিবু হাজরা- উত্তম সর্দার গ্রেফতার হলেও তাদের মাথা এখনও বাইরে রয়েছেন। তাই শেখ শাহাজাহানের গ্রেফতার চাইছেন নির্যাতিতা। শুধু তাই নয়, তাদের কঠোর শাস্তির দাবি করেন তিনি। তারা হাজতবাসে থাকলে স্বস্তি পাবেন বলে দাবি করেন নির্যাতিতা।
প্রসঙ্গত তারই গোপন জবানবন্দির পরেই শিবু হাজরাকে শনিবার গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে শিবু এখন পুলিশ হেফাজতে রয়েছেন। এদিকে শিবু গ্রেফতার হতেই শনিবার রাতে নির্যাতিতার বাড়িতে হামলার ঘটনা ঘটে। সঙ্গে তাকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন নির্যাতিতা। এর পাশাপাশি তিনি এও জানান, হামলাকারীদের মধ্যে কেউ বা কারা পুলিশের পোশাক পরেছিলেন। তাই পুলিশের উপর ভরসা করতে পারছেন না তিনি। এই অভিযোগ শুনে বসিরহাট জেলার পুলিশ সুপার বলেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ওই মহিলার নিরাপত্তার ব্যবস্থা করা হবে। এরপরই রবিবার রাত থেকে নির্যাতিতার বাড়ির সামনে চারজন পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। যারা নিরাপত্তা দিচ্ছেন ওই পরিবারকে।