শ্রমিকদের বেতন দিতে চেকে সই করার আর্জি বাকিবুরের

রেশন দুর্নীতি মামলায় এখন ইডির হাতে গ্রেফতার হয়ে জেলে মিল মালিক বাকিবুর রহমান। কিন্তু এক সময় তিনিই ছিলেন হাজার পরিবারের ‘মা-বাবা’। তাঁর মিলে বহু মানুষ কাজ করেন। এদিকে ‘মালিক’ গ্রেফতার হওয়ায় সেই সব কর্মীদের বেতন বন্ধ। তাই এবার আদালতে চেক সইয়ের অনুমতি চাইলেন বাকিবুর রহমান।এদিকে আদালতও জানিয়ে দিয়েছে, খরচের হিসাবে স্বচ্ছতা ও সততা দেখাতে পারলে তবেই বাকিবুর রহমানকে চেক সই করতে অনুমতি দেবে ইডি। সোমবার আদালতে তেমনই ইঙ্গিত দেন ইডির বিশেষ সরকারি আইনজীবী ভাস্করপ্রসাদ বন্দ্যোপাধ্যায়।

এদিকে সোমবার আদালতে বাকিবুরের আইনজীবী দাবি করেন, এনপিজি রাইসমিলে ১ হাজার ৭৫ জন কর্মীর বেতনের জন্য ১ কোটি টাকার প্রয়োজন। ইডির আশঙ্কা, কর্মীদের বেতনের নাম করে রেশন দুর্নীতির টাকা সরিয়ে ফেলার চেষ্টা হতে পারে। যেহেতু এনপিজি রাইসমিলের মাধ্যমেই সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে, তাই এই আশঙ্কা করছে ইডি।

এদিকে আদালত সূত্রে খবর, সোমবার আদালতে কর্মীদের ব্যাপারে আরও বিস্তারিত তথ্য চায় ইডি। বেতন দেওয়ার পর সেই খরচের হিসাবও দিতে হবে বলে বুঝিয়ে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন শুনানিপর্বে বিচারক প্রশ্ন তোলেন, ব্যাঙ্কত অ্যাকাউন্ট বাজেয়াপ্ত না করলে চেক সই করার অনুমতি দিতে আপত্তি কোথায় ইডির তা নিয়েই। আদালতের প্রশ্নের উত্তরে জানায়, এনপিজি রাইসমিলের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও সম্পত্তি সন্দেহের আওতায়। দুর্নীতির টাকা সরানোর চেষ্টা হতে পারে। উভয় পক্ষের সওয়াল জবাব শেষে আদালত জানায়, আগামী ২ মার্চ ফের এই মামলার শুনানি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 9 =