প্রয়াত হলেন লরেটো সিস্টার্সের সিস্টার সিরিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭। তাঁর প্রায়ণে শোকবার্তা টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তাঁর কথায়, ‘একজন বিশিষ্ট শিক্ষা সংস্কারক, সমাজকর্মী এবং দরিদ্রদের বন্ধু লরেটো সিস্টার্সের সিস্টার সিরিলের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যু আমাদের জন্য এক বিরাট ক্ষতি। সুবিধাবঞ্চিত শিশুদের ক্ষমতায়নের জন্য রাষ্ট্রীয় কল্যাণ প্রকল্পে তাঁর অবদান অপরিসীম ছিল। লরেটো সিস্টার্সদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’
প্রসঙ্গত, লরেটো সিস্টার্সের সিস্টার সিরিলের ১৯৩৬ সালে জন্ম হয় আয়ারল্যান্ডে। এরপর তিনি ১৯৫৬ সালে ভারতে আসেন। ভারতের মাটিতে পা রাখার পরই তিনি তাঁর শিক্ষা বিস্তারের বিরাট কর্মকাণ্ড স্থাপন করেন। ১৯৭৯ সালে লরেটো ডে স্কুল শিয়ালদাতে (কলকাতা) প্রিন্সিপাল পদ যোগদান করেন। প্রিন্সিপাল হিসাবে তাঁর মেয়াদকালে, এমন এক উচ্চ শ্রেণির বেসরকারি স্কুলে রূপান্তরিত হয় লরেটো, যেখনে দরিদ্রতা, জাতি, ধর্ম নির্বিশেষে ছাত্রছাত্রীদের পড়ানো হত। সিস্টার সিরিলকে ২০০৭ সালে ভারত সরকারের চতুর্থ-সর্বোচ্চ সম্মান পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়। তাঁর অবদান শিক্ষা জগতে এক দৃষ্টান্ত হয়ে থাকবে আজীবন। তাঁর প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে শিক্ষামহলে।