দ্বিতীয় হুগলি সেতু বন্ধ রাখা হবে আগামী ২৭ ফেব্রুয়ারি।এদিকে কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী সবথেকে গুরুত্বপূর্ণ সেতু এই দ্বিতীয় হুগলি সেতু। নবান্নগামী গাড়িও এই সেতু দিয়েই চলাচল করে। কলকাতা পুলিশের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে আগামী ২৭ তারিখ দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত মেরামতির জন্য বন্ধ থাকবে এই সেতু। আর সেই কারণেই কলকাতা থেকে হাওড়া যাওয়ার গাড়ি গুলিকে স্ট্র্যান্ড রোডের মাধ্যমে হাওড়া ব্রিজ ব্যবহার করার নির্দেশিকা দেওয়া হয়েছে। সঙ্গে এও জানানো হয়েছে, যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই দ্রুত মেরামতির কাজ চালানো হচ্ছে দ্বিতীয় হুগলি সেতুতে। প্রসঙ্গত, বেশ কয়েকদিন যাবত দ্বিতীয় হুগলি সেতুর মেরামতির কাজ চলছে। নির্দিষ্ট একটি দিকে গার্ড রেল করে সেই কাজ চলছিল কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয় আগামী ২৭ তারিখ এক্সটেনশন কড এবং বিয়ারিং-র কিছু মেরামতির কাজ রয়েছে এর জেরে দু ঘণ্টা পুরোপুরি বন্ধ থাকবে সেতুটি। কলকাতা এবং হাওড়া সংযোগ করার অন্যতম সেতু এই হুগলি ব্রিজ দু’ঘণ্টা বন্ধ থাকার জেরে যান চলাচলে সমস্যা হতে পারে এই বিষয়কে মাথায় রেখেই গাড়িগুলিকে ঘুরিয়ে হাওড়া ব্রিজমুখী করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।