এবিপি নেটওয়ার্কের ‘আইডাস অফ ইন্ডিয়া’ সামিট ৩.০ জন্ম দিল নতুন নতুন ভাবনার

মুম্বই, ফেব্রুয়ারি ২৬,২০২৪ঃ এবিপি নেটওয়ার্কের ফ্ল্যাগশিপ অনুষ্ঠান ‘আইডাস অফ ইন্ডিয়া’ সামিট ৩.০ জন্ম দিল নতুন নতুন ভাবনার। এই সামিট ছিল বুদ্ধিজীবী এবং চিন্তাবিদদের এক অসাধারণ মেলবন্ধনের ক্ষেত্র। দুই দিনের এই সম্মেলনের প্রধান ব্যাপার ছিল ‘পিপলস অ্যাজেন্ডা’ । দু দিনের এই সম্মেলনে ৩৫টি অধিবেশন হয়। যেখানে অংশ নেন ৬০ জন বক্তা, যাঁদের মধ্যে ছিলেন নীতিনির্ধারক, সাংস্কৃতিক রাষ্ট্রদূত, শিল্প বিশেষজ্ঞ, সেলিব্রিটি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, অর্থনীতিবিদ। যাঁরা মূলত তাঁদের বক্তব্য রাখেন সমাজের  ন্যায়বিচার, সমতা এবং বৈচিত্র্যের উপর।

এবিপি নেটওয়ার্কের চিফ এডিটর অতিদেব সরকার তাঁর বক্তব্য রাখতে গিয়ে জানান, ‘ অপর একটি ধারনা রয়েছে যা ভারতের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি, পরিবেশ, বহুত্ববাদ এবং জাতীয় নিরাপত্তার মধ্যে সমন্বয় সাধন করতে পারে। শুধু তাই নয়, এটি জাতীয় ঐক্য এবং ব্যক্তির মর্যাদার মধ্যে সাংবিধানিক ভারসাম্যও পুনরুদ্ধার করতে পারে। এটাও দেখাতে হবে কিভাবে আরও বেশি চাকুরি সৃষ্টি করা যায়। সঙ্গে এটাও নজর রাখতে হবে  এমন একজন দেশনেতাকে  যিনি এই মূল্যবোধের মূর্ত প্রতীক এবং তরুণ ভোটাররা তাঁকে পছন্দ করছে। সঙ্গে দুটি প্রশ্নের উত্তর ভারতবাসীকে দিতে হবে, রাম রাজ্য না হলে কী বা মোদি না হলে অন্য কাকে পছন্দ করছেন তাঁরা। এই দুটোর উত্তর খুঁজে বের করতে পারলেই  সত্যিকারের এক প্রতিযোগিতা সম্ভব হবে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =