বঙ্গে ২৫ লক্ষ ভুয়ো জব কার্ডের কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কথায়

মঙ্গলবার সন্ধেয় ন্যাশনাল লাইব্রেরিতে এক অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় পা রাখেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বক্তব্য রাখার সময়, তাঁর মুখে ফের শোনা যায় একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ। সঙ্গে তুলে ধরেন, ২৫ লাখ ভুয়ো জব কার্ডের কথাও। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় জানান, ‘২৫ লাখ ভুয়ো জব কার্ড বানানো হয়েছে। এই টাকা কীভাবে দেব? এটা কার টাকা? আমার বাবার পয়সা নাকি? না, এটা করদাতাদের টাকা ভাই। ২৫ লাখ ভুয়ো জব কার্ডের জন্য আমি করদাতাদের টাকা কীভাবে দেব?’

রাজ্যে একশো দিনের কাজের প্রকল্প কীভাবে চলছে, সেই কথাও এদিন উঠে আসে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর গলায়। সেখানেও বিস্তর বেনিয়ম চলছে বলে দাবি নির্মলার। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বক্তব্য, ‘যে সব কাজ মনরেগার আওতায় হওয়ার কথা নয়, সেই সব কাজও করানো হচ্ছে। বেসরকারি ক্ষেত্রে কাজের জন্য সরকারি ফান্ড ব্যবহার করা হচ্ছে। চা বাগানে মনরেগার কাজ হচ্ছে। কিন্তু একশো দিনের কাজের প্রকল্প বেসরকারি ক্ষেত্রের জন্য নয়।’ এরই পাশাপাশি রাজ্য সরকারের ভূমিকা নিয়েও এদিন প্রশ্ন তোলেন নির্মলা। তাঁর দাবি, রাজ্য সরকারের কাজ ছিল যেসব জায়গায় ভুয়ো কার্ডের জন্য টাকা চলে গিয়েছে, সেই টাকা ফিরিয়ে আনা এবং সঠিক মানুষকে টাকা দেওয়া। কিন্তু তা করতে পারেনি রাজ্য সরকার। ফিরিয়ে আনা টাকা দেওয়ার বদলে, রাজকোষ থেকে নতুন করে টাকা দেওয়া হচ্ছে বলে দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। আর এই বিষয়টিকেই মন্ত্রী ব্যাখ্যা করলেন, ‘করদাতাদের সঙ্গে দ্বিতীয়বার ধোঁকা’ হিসেবে।

এদিকে দীর্ঘদিন ধরে একশো দিনের কাজের বকেয়া টাকার দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার সুর চড়িয়ে যাচ্ছে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রের প্রতি বঞ্চনার অভিযোগে টানা আক্রমণ শানিয়ে যাচ্ছেন। এসবের মধ্যেই এবার কলকাতা থেকেই শাসক দলকে পাল্টা বিঁধতে দেখা গেল কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে।

তবে নির্মলাকে পাল্টা জবাব দিতে দেখা যায় তৃণমূল নেতা শান্তনু সেনকে। শান্তনু সেনের বক্তব্য, ‘পশ্চিমবঙ্গের থেকে বেশি ভুয়ো কার্ড উত্তর প্রদেশে। পশ্চিমবঙ্গ ১০০ দিনের কাজের টাকা অন্যায়ভাবে আটকে রেখে দিয়েছে কেন্দ্র। অথচ বাকি রাজ্যগুলির টাকা ভুয়ো কার্ড থাকা সত্ত্বেও রিলিজ করে দিচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী সবকিছুই জানেন। যেহেতু বিজেপি শাসিত উত্তর প্রদেশ, তাই তিনি দুর্নীতি দেখতে পান না।’নের বক্তব্য, ‘পশ্চিমবঙ্গের থেকে বেশি ভুয়ো কার্ড উত্তর প্রদেশে। পশ্চিমবঙ্গ ১০০ দিনের কাজের টাকা অন্যায়ভাবে আটকে রেখে দিয়েছে কেন্দ্র। অথচ বাকি রাজ্যগুলির টাকা ভুয়ো কার্ড থাকা সত্ত্বেও রিলিজ করে দিচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী সবকিছুই জানেন। যেহেতু বিজেপি শাসিত উত্তর প্রদেশ, তাই তিনি দুর্নীতি দেখতে পান না।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 1 =