মার্চ মাসের শুরুতেই বাড়ল রান্নার গ্যাসের দাম। লোকসভা ভোটের আবহে আরও এক ধাপ বাড়ল রান্নার গ্যাসের দাম। ১৯ কেজির এলপিজি সিলিন্ডার পিছু ২৪ টাকা করে দাম বাড়ানো হয়েছে। এবার থেকে ১৯ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হবে ১ হাজার ৯১১ টাকা। ফলে, ১ মার্চ থেকেই রান্নার গ্যাস কিনতে হবে বর্ধিত দামে। গত মাসেই ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছিল। সিলিন্ডার পিছু ১৪ টাকা করে দাম বাড়ানো হয়েছিল ফেব্রুয়ারিতে।
প্রসঙ্গত, মাসের শুরুতেই অয়েল মার্কেটিং সংস্থাগুলি বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামের তুল্যমূল্য বিচার করে। আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার সঙ্গে সঙ্গেই দেশের বাজারেও পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়ে কিংবা কমে।
শুক্রবার মধ্যরাত থেকেই কলকাতায় ১৯ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ২৪ টাকা করে বেড়ে গিয়েছে। শুধু কলকাতাই নয়, দেশের অন্যান্য শহরেও বেড়েছে এই গ্যাসের দাম। বিভিন্ন শহরে মূল্য বৃদ্ধির হার ভিন্ন।