আজ বঙ্গে প্রধানমন্ত্রী মোদি

শুক্রবার দু’দিনের বঙ্গ সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হুগলির আরামবাগ সফর দিয়েই বাংলায় লোকসভা ভোটের প্রচার শুরু করতে চলেছেন তিনি। ২০২২ সালের ৩০ ডিসেম্বর বঙ্গ সফরে এসেছিলেন মোদী। সেটি ছিল পুরোপুরি সরকারি কর্মসূচি। এবার সরকারি অনুষ্ঠানের সঙ্গে ভোটপ্রচারও। লক্ষাধিক মানুষের সমাগম হবে এই সভা ঘিরে এমনই আশা বঙ্গের স্যাফ্রন ব্রিগেডের।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে খুবই অল্প ভোটে আরামবাগ লোকসভা কেন্দ্রটি হারাতে হয়েছিল বিজেপিকে। এবার সেই কেন্দ্র থেকেই বিজেপির ‘হেভিওয়েট’ প্রচার শুরু হচ্ছে ২০২৪-লোকসভা নির্বাচনের আগে। আর মোদির এই প্রচারে আসার আগে বিজেপির রাজ্য সভাপতির হুঁশিয়ারি, ‘তৈরি থাকুন। ঐতিহাসিক দৃশ্য দেখতে পাবেন। অভূতপূর্ব দৃশ্য দেখবেন আরামবাগে।’

প্রসঙ্গত, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বঙ্গের মাটিতে ঝড় তুলেছিল বিজেপি। ১৮টি আসনে জয়, কয়েকটিতে লড়াই হয়েছে কাঁটায় কাঁটায়। যেমন আরামবাগ লোকসভা আসনে তৃণমূল ও বিজেপির মধ্যে ভোটের ব্যবধান ছিল মাত্র ১ হাজার ১০০। এরপর ২০২১ সালে আরামবাগের ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৪টি জেতে বিজেপি। বিজেপির অভ্যন্তরীণ রিপোর্ট বলছে, ২০২৪-এ আরামবাগে তাদেরই পাল্লা ভারী। এই প্রসঙ্গেই সুকান্ত মজুমদার জানান, ‘আগের বার অল্পের জন্য আরামবাগ ফস্কে গিয়েছে। এবার লক্ষাধিক ভোটে জিতে এই কেন্দ্র উপহার দেব নরেন্দ্র মোদিকে। শুক্রবার আপনারা দেখবেন ম্যাজিক কাকে বলে। এর নাম মোদি ম্যাজিক।’ এরইসঙ্গে তাঁর সংযোজন, ‘প্রধানমন্ত্রী আসছেন। উনি রাত্রিবাসও করবেন। ১ এবং ২ তারিখ এখানে সভা তাঁর। ১ তারিখ আরামবাগে সভা করবেন। দুপুর ৩টে থেকে সেই সভার সময় দেওয়া আছে। পরদিন সকালে নদিয়ার কৃষ্ণনগরে সভা আছে প্রধানমন্ত্রীর। আমার কাছে যা খবর উনি আবার ৫ তারিখে আসবেন। কলকাতায় রাত্রিবাস করতে পারেন। ৬ তারিখ বারাসতে সভা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + seven =