ফের কলকাতায় অগ্নিকাণ্ড। শুক্রবার সকালে মধ্য কলকাতার ওয়েলিংটনে তালতলা এলাকায় একটি স্কুলের আবাসিক রুমে আগুন লাগে। ক্লাস চলাকালীনই এই আগুন লাগে বলে সূত্রে খবর। আর এই আগুনেই ভস্মীভূত ক্লাসরুমের টেবিল-চেয়ার বেঞ্চ। দ্রুততার সঙ্গে পড়ুয়া-শিক্ষকদের স্কুল থেকে বের করা হয়। তবে হতাহতের কোনও খবর নেই। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এলেও ততক্ষণে আগুনের গ্রাসে চলে যায় ওই দুটি আবাসিক কক্ষ। শেষ পাওয়া খবর অনুযায়ী, দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।
খুব স্বাভাবিক ভাবেই এই ঘটনার জেরে ওই স্কুলে থাকা ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে তারা বাইরে চলে আসে। স্কুল পড়ুয়ারা জানিয়েছে, বেলা বারোটা নাগাদ স্কুলের যে আবাসিক রুমগুলি রয়েছে, তার একটি থেকে প্রথমে ধোঁয়া বেরোতে দেখা যায়। তারপর সেটি পাশের রুমে ছড়িয়ে পড়ে। সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় ওই দুটি রুমের মধ্যে থাকা ছাত্রীদের বিছানা স্কুলের বই এবং আনুষঙ্গিক সামগ্রী। যদিও সেই সময় আবাসিক কক্ষে কেউ ছিল না বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ঘটনায় সব হারিয়ে ভেঙে পড়েছে ছাত্রীরা। বইপত্র সম্পূর্ণ পুড়ে যাওয়ায় পরীক্ষার মুখে চিন্তায় তারা।