বুধবার আনুষ্ঠানিক উদ্বোধন হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রোর

বুধবার আনুষ্ঠানিক উদ্বোধন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো রুটের। কলকাতা সফরে এসে হাওড়া থেকে এসপ্ল্যানেডের বহু প্রতীক্ষিত ইস্ট ওয়েস্ট মেট্রো উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। গঙ্গার নিচের এই মেট্রো রুট চালু হলে কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলবেন নিত্য়যাত্রীরা। এই মেট্রোর রুট চালু হলে দেশের প্রথম মেট্রো রুট, যা গঙ্গার নিচ দিয়ে গিয়েছে। মেট্রো সূত্রে খবর সকাল ৭টা থেকে এই অংশে পরিষেবা শুরু হবে। রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রো চালানো হবে বলে ঠিক করা হয়েছে। ১৫ মিনিটের ব্যবধানে পাওয়া যাবে মেট্রো।

ইতিমধ্যে সামনে আনা হয়েছে নয়া মেট্টো রুটের ভাড়ার তালিকা। মেট্রো সূত্রের খবর, হাওড়া থেকে হাওড়া ময়দান যেতে ভাড়া লাগবে ৫ টাকা। হাওড়া থেকে মহাকরণ যেতে ভাড়া লাগবে ১০ টাকা। হাওড়া থেকে দক্ষিণেশ্বর, বরানগর এবং নোয়াপাড়া যেতে লাগবে ৩০ টাকা। হাওড়া থেকে দমদম, বেলগাছিয়া এবং শ্যামবাজার ভাড়া লাগবে ২৫ টাকা। হাওড়া থেকে শোভাবাজার-সুতানটি, গিরিশ পার্ক এবং মহাত্মা গান্ধী রোড পর্যন্ত যেতে ২০ টাকা ভাড়া লাগবে। হাওড়া থেকে সেন্ট্রাল, চাঁদনি চক, পার্কস্ট্রিট এবং ময়দান যেতে ১৫ টাকা ভাড়া লাগবে। হাওড়া থেকে রবীন্দ্র সদন, নেতাজি ভবন এবং যতীন দাস পার্ক যেতে লাগবে ২০ টাকা। হাওড়া থেকে কালীঘাট, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তর কুমার (টালিগঞ্জ) এবং নেতাজি (কুঁদঘাট) যেতে ২৫ টাকা ভাড়া দিতে হবে। হাওড়া থেকে মাস্টারদা সূর্য সেন (বাঁশদ্রোণী), গীতাঞ্জলি (নাকতলা), কবি নজরুল (গড়িয়া বাজার), শহিদ ক্ষুদিরাম (ব্রিজি) এবং কবি সুভাষ (নিউ গড়িয়া)-এর জন্য ৩০ টাকা ভাড়া লাগবে। হাওড়া থেকে সত্যজিৎ রায় (চক গড়িয়া) যেতে দিতে হবে ৩৫ টাকা ভাড়া। হাওড়া থেকে জ্যোতিরিন্দ্র নন্দী (মুকুন্দপুর) এবং কবি সুকান্ত (কালিকাপুর) যেতে ভাড়া লাগবে ৪০ টাকা। হাওড়া থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবির মোড়) যেতে ৫০ টাকা লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − twenty =