সিবিআইয়ের হাতে পড়তেই বাঘ হয়ে গেল বেড়াল

বুধবার জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার পর রাত ৯টা ২২-এ নিজাম প্যালেসে পৌঁছান সিবিআই আধিকারিকেরা। এরপর রাত্রিবেলায় ঘণ্টা দু’য়েক জেরা করা হয় শাহজাহানকে। চিকিৎসকদের পরামর্শ মেনেই রাতে ভাত,ডাল,সবজি খেতে দেওয়া হয় বলেই খবর।কারণ, হালকা খাবার দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। আরও জানা গিয়েছে, নিজাম প্যালেসে যে ঘরে পার্থ,অনুব্রত রাত কাটিয়েছেন সেই ঘরেই রাখা হয়েছে শাহাজানকে। রাতেও সিআরপিএফ প্রহরা ছিল শাহজানের ঘরের বাইরে। এদিকে সূত্রে খবর, ঘুমানোর সুযোগ দেওয়া হলেও হেফাজতের প্রথম রাতেই ঘুম উড়েছে সন্দেশখালির বেতাজ বাদশার।

এরপর বৃহস্পতিবার সকালে দেওয়া হয় চা-বিস্কুট। যদিও, ব্রেকফাস্টেই তিনি ভাত খাওয়ার আবদার করেছেন বলে খবর। তবে চিকিৎসকদের পরামর্শ মেনে সকালে দেওয়া হয় রুটি,সবজি। এরপর সকাল ১১টা থেকে শুরু হবে জেরা পর্ব বলে সিবিআই সূত্রে জানা যাচ্ছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, শাহজাহানকে কী কী প্রশ্ন করা হবে তার একটি প্রশ্নমালা সাজিয়েছেন আধিকারিকরা। ২৫০ প্রশ্নের প্রশ্নমালা তৈরি করা হয়েছে। সেখানে ইডি অফিসারদের উপর হামলা থেকে শুরু করে শাহজাহানের ভেড়ির ব্যবসা,সব বিষয়ে প্রশ্ন ইতিমধ্যে তৈরি করেছেন গোয়েন্দারা। এই সাম্ভাব্য প্রশ্নের মধ্যে থাকছে,

সম্ভাব্য কী কী প্রশ্নমালা সাজানো হয়েছে?

 

১) ইডি-র তল্লাশির সময় আপনি কোথায় ছিলেন? কী করছিলেন?

 

২) ইডি আপনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল?

 

৩) কেন তল্লাশি চালাতে পারল না ইডি?

 

৪) আপনার ফোন ব্যস্ত ছিল কেন? কাকে ফোন করছিলেন?

 

৫) বাড়ির বাইরে এত লোকজন কীভাবে জড়ো হল? কার কথায় লোক জড়ো হল?

 

৬) আপনি কি ইডি অফিসারদের ঘেরাও করতে বলেছিলেন? হামলা চালাতে বলেছিলেন?

 

৭) বাইরে গোলমালের সময় বাইরে বেরিয়ে এসে লোকজনকে আটকালেন না কেন?

 

৮) তল্লাশি চালাতে না পেরে ইডি চলে যাওয়ার পর আপনি কোথায় গেলেন?

 

৯) এতদিন কোথায় ছিলেন?

 

১০) যারা হামলা চালাতে এসেছিল তারা কারা? তাঁরা এখন কোথায় আছে?

 

১১) তল্লাশি চালাতে গিয়ে ইডি-র আধিকারিকেরা  আপনাকে যে নম্বরে ফোন করছিল, সেই ফোন দুটি কোথায়?

 

১২) আপনার কি কি ব্যবসা আছে?

 

১৩) কোথায় কোথায় মাছের ভেড়ি আছে?

 

১৪) কবে থেকে রাজনীতি করছেন?

 

১৫) বর্তমানে যে দলের সঙ্গে যুক্ত আছেন, সেই দলে কবে থেকে যুক্ত?

 

১৬) কার হাত ধরে বর্তমান দলে যুক্ত হয়েছেন?

উল্লেখ্য, শাহাজাহানকে নিজেদের হেফাজতে পেতে কম কাঠখড় পোড়াতে হয়নি সিবিআই-কে। আদালত চত্ত্বরে একাধিক চক্কর কাটার পর শেষমেশ ‘বাঘকে বন্দি’ করেন কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা। তবে তাৎপর্যপূর্ণ বিষয়, পুলিশি হেফাজতে থাকাকালীন শেখ শাহজাহানের যে ‘দাপট’ লক্ষ্য করা গিয়েছিল তার উল্টো ছবি ধরা পড়ে বুধবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 15 =