রামনবমীতে রাজ্য সরকারের ছুটি ঘোষণাতে কটাক্ষ শুভেন্দুর

রামনবমীতে রাজ্য সরকার প্রথমবার ছুটি ঘোষণা করতেই কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় রাজ্য সরকারের রাম নবমীর বিজ্ঞপ্তি প্রকাশ করে এই কটাক্ষ তিনি ছুড়ে দিলেন। প্রসঙ্গত,শনিবার রাজ্য সরকার প্রথমবার রামনবমীতে ছুটি ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে।
এই সেই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন, ‘সময় বদলাচ্ছে! চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে শ্রী রাম নবমী উত্‍সবের দিন মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের সম্মানে এই প্রথমবার রাজ্য সরকার ছুটি ঘোষণা করল। আমি জানুয়ারি মাসে রাম নবমীর দিন ছুটি না দেওয়ার জন্য রাজ্য সরকারের সমালোচনা করেছিলাম। আজ রাজ্য সরকার বাধ্য হয়ে ছুটি ঘোষণা করল। জয় শ্রী রাম। জয় জয় শ্রী রাম।ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না।’

রাজ্য সরকারের এই ছুটির বিজ্ঞপ্তিগুলো অর্থ দফতর জারি করে। শনিবার অর্থ দফতর তার বিজ্ঞপ্তিতে বলেছে, ‘১৭ এপ্রিল, রাম নবমীর দিন সরকারি কর্মীদের ছুটি’ থাকবে। এনআই অ্যাক্টে এই ছুটি ঘোষণা করা হয়েছে। যার অর্থ, ওই দিন জরুরি পরিষেবা বাদ দিয়ে রাজ্য সরকারি এবং রাজ্য সরকারের পরিপোষিত সমস্ত প্রতিষ্ঠানে ছুটি থাকবে। এর আগে গত ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয়। সেদিন বিজেপিশাসিত রাজ্যগুলো অর্ধ অথবা পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছিল।

এবার রাজ্য সরকার রামনবমীর ছুটি ঘোষণা করায় কটাক্ষ করেছেন বিজেপি নেতারা। বিরোধী দলনেতার পাশাপাশি, বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যও এই ইস্যুতে রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন। শমীক ভট্টাচার্য বলেন, ‘ভোটের আগে নবান্ন কেন এই ঘোষণা করল, তা সকলেই বুঝতে পারছেন। মানুষ বোকা নয়। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =