আগামীকাল ঘোষণা বিশ্বকাপ ক্রিকেটের পূর্ণাঙ্গসূচি

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর থেকে। এই প্রথমবার একাই গোটা টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। সূত্রে খবর, বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করবে আইসিসি। মুম্বইয়ে সকাল সাড়ে ১১টা নাগাদ নির্ঘণ্ট ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে।

বিসিসিআইয়ের তরফে ইতিমধ্যেই অংশগ্রহণকারী দেশগুলোকে খসড়া সূচি পাঠানো হয়েছে। সেই খসড়া অনুযায়ী ৫ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ খেলবে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড  এবং রানার্স আপ নিউজিল্যান্ড । খসড়া সূচি অনুযায়ী ৮ অক্টোবর চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। তাদের দ্বিতীয় ম্যাচ ১১ অক্টোবর, দিল্লিতে সেদিন আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে রোহিত শর্মার দল।

তবে সবথেকে বেশি নজর রয়েছে ১৫ অক্টোবরের উপর। সেদিন আমেদাবাদে মুখোমুখি হবে চির-প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তবে পাকিস্তান এখনও ভেন্যু নিয়ে সম্মতি জানায়নি। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের সঙ্গে খেলতে গররাজি তারা। আপত্তি রয়েছে আরও দুটো ম্যাচ নিয়ে।

তবে বিশ্বকাপের খসড়া সূচি অনুযায়ী পিসিবি-র করা সব অনুরোধই নাকচ করেছে বিসিসিআই। মূলত তিনটি ম্যাচ নিয়ে আপত্তি ছিল পাকিস্তানের। আমেদাবাদে ভারত, চেন্নাইতে আফগানিস্তান এবং বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে রাজি ছিল না পাকিস্তান। তিনটি ভেন্যুতে না খেলার তিনটি ভিন্ন কারণও দেওয়া হয়েছিল পিসিবি-র তরফ থেকে। কারণ হিসেবে দেখানো হয়েছে, নিরাপত্তাজনিত কারণে আমেদাবাদে খেলতে চায় না পাকিস্তান। চেন্নাইতে স্পিনিং ট্র্যাকে আফগানিস্তানকে এড়িয়ে যেতে চেয়েছেন বাবর আজমরা । অন্যদিকে, বেঙ্গালুরুর ব্যাটিং ট্র্যাকে অস্ট্রেলিয়ান ব্যাটারদের মুখোমুখি হতে চান না পাক বোলাররা। তাঁদের একের পর এক আবদার মেনে নিতে পারেনি বিসিসিআই।  এই ইস্যুতে মুখ খুলেছে পাকিস্তানের বিদেশমন্ত্রকও । তারা জানিয়েছে, নিরাপত্তার দিক বিচার করে তারা আদৌ বিশ্বকাপে অংশ নেবে কি না তা নিয়ে ভাবনাচিন্তা চলছে। এ প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার, এই জটিলতার সৃষ্টি হয়েছে ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে অস্বীকার করার পর থেকে।

এক বিবৃতিতে বিদেশমন্ত্রক জানিয়েছে, ভারতে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিটে যোগ দেবে পাকিস্তান। সেখানে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আলোচনা হবে। বিদেশমন্ত্রকের প্রতিনিধি জানিয়েছেন, তাঁদের ক্রিকেটারদের নিরাপত্তাজনিত সমস্ত দিক বিচার বিবেচনা করে তবেই সবুজ সঙ্কেত দেওয়া হবে। সেই সঙ্গে তিনি এও জানান, ভারতের পাকিস্তানে খেলতে না চাওয়া হতাশাজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =