লোকসভা নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতিতে আজ, রবিবার ব্রিগেডে ‘জনগর্জন সভা’। এই ব্রিগেড সমাবেশ ঐতিহাসিক হবে বলে দাবি তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্বের। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আওয়াজের টর্নেডো তুলতে হবে, জনসভা ও ভিডিও বার্তায় সবাইকে আহ্বান জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এর পাশাপাশি এই সমাবেশে যোগ দিতে আহ্বান জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কর্মী-সমর্থকরা কলকাতায় আসতে শুরু করেছেন। তাঁদের থাকার জন্য যেসব জায়গা করা হয়েছে, সেই জায়গাগুলি ঘুরে দেখছেন অভিষেক। ব্রিগেডের সভামঞ্চও আগে দেখেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ফের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন। হাতে তুলে নেন মাইক। ‘জয় বাংলা’ স্লোগান দেন। নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, রবিবার দেখা হবে।
রবিবার জনগর্জন সভা হবে ব্রিগেডের মাঠে। ইতিমধ্যেই সব জেলা থেকে বিপুল কর্মী-সমর্থক এসেছেন। তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে ইকো পার্ক, গীতাঞ্জলি স্টেডিয়াম, উত্তীর্ণ, নেতাজি ইনডোর স্টেডিয়ামে।