তফসিলি জাতি-উপজাতির টিম গঠন করতে সভা অভিষেকের

২০২৪-এর লোকসভা নির্বাচনে এবার তৃণমূল কংগ্রেস জোর দিয়েছে তফসিলি জাতি ও উপজাতিদের ভোটের ওপর। ফলে তফসিলি জাতি, উপজাতিদের ভোটকে পাখির চোখ করতে এঁদের নিয়ে একটা টিম গঠন করতে চায় তৃণমূল কংগ্রেস। যারা মূলত তফশিলি জাতি ও উপজাতিদের এলাকায় গিয়ে প্রচার চালাবেন। আর সেই কারণেই এই বিষয়েই এবার এক বৈঠক করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এই ইস্যুতে নজরুল মঞ্চে তিনি এক বৈঠক করবেন বলে তৃণমূল সূত্রে খবর। এর আগে ফ্রেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে, বিরোধীদের রাজনৈতিক ভাবে বিদ্ধ করার নানা কৌশল ভারচুয়াল বৈঠকে স্থির করতে দেখা যায় তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডকে। এই বৈঠকে তাঁকে জোর দিতে দেখা গিয়েছিল সংগঠনকে আরও শক্তপোক্ত করার ওপরেও। সেই কারণেই তিনি লোকসভা নির্বাচনের আগে দলীয় নেতা-কর্মীদের আরও জোটবদ্ধ হওয়ার নির্দেশও দেন। এরই পাশাপাশি যে কোনও কর্মসূচির ক্ষেত্রে অঞ্চল ও ব্লক সভাপতিদের কথা বলে বুথ সভাপতিদের সঙ্গে আলোচনার নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে  তফসিলি জাতি, উপজাতি শ্রেণিভুক্তদের নিয়ে একটি আলাদা ‘টিম’ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। এই প্রসঙ্গে অভিষেকের নির্দেশ ছিল,  ‘যেখানে যেখানে তৃণমূলের বিধায়ক নেই, সেখানে ব্লক সভাপতিরা নিজেদের মধ্যে আলোচনা করে আপনাদের বিধানসভার ১০ জন তফশিলি জাতি ও ৫ জন তফসিলি উপজাতি শ্রেণিভুক্তের নাম পাঠাবেন । এমন নাম পাঠাবেন যাঁদের গ্রহণযোগ্যতা রয়েছে। যাঁরা বিজেপির বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের সমর্থক।’ সঙ্গে এও জানিয়েছিলেন, ‘এই ১৫ জনকে আমরা কাজে লাগাব। যেভাবে বছরের পর বছর বিজেপি তফসিলি জাতি, উপজাতি শ্রেণিভুক্তদের উপর অত্যাচার করছে সেকথা আমরা তুলে ধরব।’ পাশাপাশি সতর্ক করে এও বলা হয়, কাছের লোকের নাম না পাঠানোর জন্যই। সঙ্গে এও সতর্কবার্তা দেওয়া হয় অভিষেকের তরফ থেকে যে এই নাম খতিয়ে দেখা হবে যে ওই ব্যক্তির কতটা গ্রহণযোগ্যতা রয়েছে। এই ব্য়াপারে বাংলায় যে কটি বুথ রয়েছে সেই প্রতিটা বুথ থেকে চারটি করে নাম ২৯ ফেব্রুয়ারির মধ্যে দলের কাছে পাঠানোরও নির্দেশ দেওয়া হয়।‌ এই নাম ইতিমধ্যেই জনপ্রতিনিধিরা পাঠিয়ে দিয়েছেন। এদিকে অভিষেকের অনুমান, আগামী দুই এক দিনেই হয়তো ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। সেই সময় দলীয় নেতা-কর্মীদের নিয়ে আরও একবার ভারচুয়াল বৈঠকে বসবেন অভিষেক। কোন ইস্যুকে হাতিয়ার করে ভোটপ্রচার করবে ঘাসফুল শিবির, তা নিয়ে ওই বৈঠকে আলোচনা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − eleven =