ইডি দফতরে সিআইএসএফ জওয়ানদের রাইফেল কাড়ার চেষ্টা তরুণীর

রাজ্যে নানা দুর্নীতির অভিযোগের তদন্ত করতে গত বেশ কয়েক মাস ধরে চরম ব্যস্ততা ইডি দফতরে। এরইমধ্যে সিজিও-তে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। ইডি দফতরে সিআইএসএফ জওয়ানদের রাইফেল কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠল এক তরুণীর বিরুদ্ধে। ইডি সূত্রে খবর, এই ঘটনায় তাঁকে আটক করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। এদিকে পুলিশ সূত্রে খবর, তরুণীর নাম প্রিয়াঙ্কা কুন্ডু। তাঁর বাড়ি সল্টলেকে।

সূত্রের খবর, বেলা সাড়ে ১২টা নাগাদ ওই তরুণী ইডি দফতরে সিজিও কমপ্লেক্সের সাততলায় যান। তাঁর গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় কথা বলতে এগিয়ে যান নিরাপত্তারক্ষীরা। কোথায়, কার কাছে যেতে চাইছেন জানতে চাওয়া হয়। এদিকে নিরাপত্তারক্ষীদের প্রশ্নের কোনও উত্তর না দিয়ে আচমকা কর্তব্যরত সিআইএসএফ জওয়ানের রাইফেল ধরে টানা হ্যাঁচড়া শুরু করে দেন ওই তরুণী। এরপর অবস্থা বেগতিক দেখে তরুণীকে ইডি দফতরে আটকে রেখে পুলিশে খবর দেন নিরাপত্তারক্ষীরা। খবর পাওয়া মাত্রই সিজিও-তে চলে আসে বিধাননগর উত্তর থানার পুলিশ। প্রথামিকভাবে পুলিশ অনুমান করছে, ওই মহিলা মানসিক ভারসাম্যহীন। সে কারণেই এই কাণ্ড করে থাকতে পারেন। ইতিমধ্যেই তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফে। পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই তরুণীকেও। কেন, কোন উদ্দেশ্যে তিনি সিজিওতে এসেছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =