পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ নিয়ে উদ্বিগ্ন প্রধান বিচারপতি

পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ নিয়ে উদ্বিগ্ন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। বৃহস্পতিবারের শুনানিতে প্রধান বিচারপতি শিবজ্ঞানমকে এক তাৎপর্য়পূর্ণ মন্ত্ব্য করতেও শোনা যায় এদিন। তিনি জানান রাজ্য কবে শূন্যপদ পূরণ করবে জানতে চায় হাইকোর্ট। এদিকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ‘রাজ্যকে আমরা ইতিমধ্যেই একটা নির্দেশ দিয়েছিলাম। একজন সিভিল জাজ নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়। ওই নিয়োগ না হওয়ায় কোন ভাইভা নেওয়া যাচ্ছে না।’ এরপরই এজি-র কাছে প্রধান বিচারপতি জানতে চান, ‘রাজ্য কবে পিএসসি-র শূন্য পদ পূরণ করতে পারবে, আমরা জানতে চাই।’ একইসঙ্গে প্রধান বিচারপতির সংযোজন, প্রধান বিচারপতি আরও বলেন,  ‘ভাইভা হয়নি জাজ নেই বলে। চেয়ারম্যান ইনচার্জ কিছু করতে পারছেন না। তাঁরা অসুবিধায় পড়়েছেন। প্রচুর শূন্যপদ রয়েছে।’ এই প্রসঙ্গ টেনে বিচারপতি জানান, ‘পরীক্ষার্থীরা যাঁরা ভাইভার জন্য অপেক্ষা করছেন, তাঁরা খুব হতাশ হয়ে পড়েছেন। তাদের বয়স পার হয়ে যাচ্ছে। তাঁদের ভবিষ্যতের প্রমোশনও বয়েসের কারণে আটকে যাবে।’ সোমবারই এই মামলায় রাজ্যের বক্তব্য জানতে চায় আদালত।

প্রসঙ্গত, মঙ্গলবারই রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান নিযুক্ত হন অবসরপ্রাপ্ত আইএএস মহুয়া বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই পিএসসি-র চেয়ারম্যান পদ খালি পড়েছিল। এরফলে নিয়োগ প্রক্রিয়াও আটকে পড়ে থাকে। এদিকে পিএসসি-র মাধ্যমে একাধিক সরকারি পদে নিয়োগ হয়। সেই নিয়োগগুলির ক্ষেত্রেও কোনও সিদ্ধান্ত নেওয়া যাচ্ছিল না। এই প্রসঙ্গে এর আগেও উদ্বেগ প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট। নতুন চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর নিয়োগ প্রক্রিয়াতেও গতি আসবে বলে আশাবাদী আদালত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =