এবার সুপ্রিম কোর্টের নজরদারিতে নির্বাচনের দাবি তুললেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। আর এই দাবি জানিয়ে তিনি তাঁর এক্স হ্যান্ডেলে মঙ্গলবার একটি পোস্টও করেন। তাতে ডেরেক লেখেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য তাঁরা সুপ্রিম কোর্টের নজরদারিতে ভোট চাইছেন। এরপরই প্রশ্ন ওঠে তাহলে কি নির্বাচন কমিশনের উপর কি ভরসা রাখতে পারছেন না তৃণমূল সাংসদ? তবে ডেরেক এর কারণও ব্যাখ্যা করেছেন তাঁর ওই পোস্টেই। সরাসরি বিজেপিকে বিঁধে তৃণমূল সাংসদের বক্তব্য, ‘জাতীয় নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে নষ্ট করছে বিজেপির কৌশল।’ একইসঙ্গে ডেরেক এ প্রশ্নও তুলেছেন, বিজেপি কি আমজনতার মুখোমুখি হওয়া নিয়ে এতটাই চিন্তায় রয়েছে, যে তারা বিরোধীদের নিশানা করার জন্য নির্বাচন কমিশনকে নিজেদের পার্টি অফিসে পরিণত করছে?’
এরই পাশাপাশি তৃণমূলের রাজ্যসভার সাংসদ এক্স হ্যান্ডেলে তাঁর বিরক্তি প্রকাশ করে লেখেন, ‘নির্বাচিত রাজ্য সরকারের অফিসারদের বদলি করে দেওয়া হচ্ছে!’ নিজের এই সমস্ত অভিযাগের কথা জানিয়েই এবার সুপ্রিম কোর্টের নজরদারিতে নির্বাচনের দাবি তুললেন ডেরেক ও’ব্রায়েন। উল্লেখ্য, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই কার্যকর হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধি। এদিকে সোমবারই রাজ্য পুলিশের ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরানোর সিদ্ধান্তের কথা জানায় কমিশন। আর এরপরই মঙ্গলবার ডেরেকের এই টুইট রাজনৈতিক প্রেক্ষিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকেরা।
এদিকে ডেরেকের এই দাবির পর পাল্টা দিয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও। ডেরেককে খোঁচা দিয়ে সুকান্ত বলেন, ‘এত ঝামেলা করার দরকার নেই, বাজার থেকে একটি মোটা খাতা নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীকে দিন। উনি নতুন সংবিধান রচনা করে দিন। যেটা লিখবেন, সেটাই সংবিধান হবে ভারতের। অসুবিধা কী আছে!’