ইট বিক্রির ঘটনায় দুই ঠিকাদারকে ধরে গ্রামবাসীদের বিক্ষোভ সন্দেশখালিতে

বুধবার সকাল থেকে উত্তপ্ত সন্দেশখালি। এদিন সন্দেশখালির সুখদোয়ানিতে পথে নামেন গ্রামের মহিলারা। গ্রামবাসীদের অভিযোগ, ইট বিক্রি করে সেই টাকা আত্মসাৎ করেছেন দুই তৃণমূল নেতা। এই ইস্যুতেই এদিন ঠিকাদারকে ঘিরেও ধরেন তাঁরা। এরপরই পরিস্থিতি মোকাবিলায় নামে পুলিশ ও র‌্যাফ।

এদিকে গ্রামবাসীদের কারও অভিযোগ, দুর্গামন্দিরের জন্য বরাদ্দ ইট বিক্রি করে দিয়েছেন তৃণমূলের দুই নেতা। আবার কারও অভিযোগ, ম্যানগ্রোভ কেটে নদীর চর বিক্রি করে দোকান তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, গ্রামবাসীদের আরও দাবি, নির্মল বাংলা প্রকল্পে শৌচাগার নির্মাণের জন্য বরাদ্দ ইটও বিক্রি করে দেওয়া হয়েছে। এদিন যে দুই ঠিকাদারকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় তাঁদের একজন সঞ্জীব আড়ি। ইনি অঞ্চল সভাপতি। অপরজন দেবব্রত ভুঁইয়া। অপর এক ঠিকাদার চিত্ত অধিকারীকে বিক্রি করে দিয়েছে দেবব্রত-সঞ্জীব আড়ি।

এরপর এদিন ঠিকাদার সেই ইট তুলতে এলে শুরু হয় তুমুল বিক্ষোভ। প্রাণ বাঁচাতে ঘরের ভিতর ঢুকে যান দুই অভিযুক্ত। তাঁদের নিরাপত্তা দিতে গোটা বাড়ি ঘিরে রাখে পুলিশ। পরিস্থিতি মোকাবিলায় নেমেছে র‌্যাফ। এদিকে গ্রামবাসীরা দেবব্রতর বাইক ভাঙচুর করেন। অভিযোগ, মারধর করা হয়েছে তাঁর ভাইপোকে। শুধু তাই নয়, পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে, গ্রামবাসীদের ঠেকাতে গিয়ে পুলিশকেও যথেষ্ট বেগ পেতে হয়। ‌

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 9 =