খোঁজ মিলছে না শিক্ষা দপ্তরের একাধিক ফাইলের। অথচ, নিয়োগ দুর্নীতির জট খুলতে ওই সব ফাইল হাতে পাওয়া অত্যন্ত জরুরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। তাই এবার মিসিং ফাইল-এর খোঁজ পেতে চাইছে সিবিআই। এদিকে ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের কাছ থেকে বেশ কিছু নথি তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷। এবার গ্রুপ সি মামলাতেও তলব করা হল তথ্য। সিবিআই সূত্রে খবর, বেশ কিছু পাইলের মধ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ফাইলও মিসিং। সিবিআই তরফে নোটিস দিয়ে শিক্ষা দপ্তর বা পর্ষদের কাছ থেকে চাওয়া হয়েছিল সেই ফাইল। পর্ষদ সিবিআই-কে জানিয়েছে, যে সেই ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। একটি জেনারেল ডায়েরির কপিও সিবিআই-কে পাঠিয়েছে তারা। পর্ষদ সিবিআই-কে জানিয়েছে যে, তাঁরা ২০২২ সালের জুন মাসে বিধাননগর থানায় ফাইল মিসিংয়ের সংক্রান্ত জেনারেল ডায়েরিও করেছিল।
এদিকে এই ফাইলটির খোঁজ চালাচ্ছে সিবিআইও।। কীভাবে মিসিং হল ফাইল বা কোথায় গেল সেই ফাইল তার উত্তর খুঁজছেন সিবিআইয়ের আধিকারিকেরা। পাশাপাশি, মণীশ জৈনকে জিজ্ঞাসাবাদ করার পরে চাওয়া কিছু নথি নিজাম প্যালেসে একবার পাঠানোর পর আবারও নতুন করে ফের নিয়োগ সংক্রান্ত বেশকিছু নথি চাওয়া হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। অর্থাৎ এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার শিক্ষা দপ্তরের থেকে মিসিং ফাইলের রহস্য ভেদ করতে উঠে পড়ে লেগেছেন সিবিআই আধিকারিকেরা। এর আগে শিক্ষা সচিব তথা প্রিন্সিপাল সেক্রেটারি মণীশ জৈনকে তলব করেছিল সিবিআই। তাঁর বয়ানও রেকর্ড করা হয়। কিন্তু কার নির্দেশে এরকম বেআইনি শিক্ষক নিয়োগ চলত তার হদিশ এবার পেতে চায় সিবিআই।